ইস্পাত ও ইস্পাতজাত ইস্পাতজাত পণ্য তৈরির কারখানা পর্যায়ে আকরিক লোহার চাহিদা বাড়ছে।
এছাড়া ধাতুটির শীর্ষ ভোক্তা চীনের শিল্প খাতে নতুন করে সরকারি প্রণোদনার ঘোষণা আসতে পারে। এমন প্রেক্ষাপটে চাঙ্গা ভাব বিরাজ করছে আকরিক লোহার বাজার। গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম বেড়েছে।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম ৮১৮ ইউয়ানে (১১২ ডলার ৩৪ সেন্ট) দাঁড়িয়েছে।
একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম শুরুতে কিছুটা কমে যায়। পরে তা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে প্রতি টন ১০৬ ডলার ৯৫ সেন্টে পৌঁছায়।
সাংহাইভিত্তিক এক বিশ্লেষক ও সিঙ্গাপুরভিত্তিক আরেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্ব চীনের হাংজুতে ইস্পাত পণ্যের বেচাকেনা প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় বাজার চাঙ্গা হয়েছে। এর প্রভাবে আকরিক লোহার দাম বেড়েছে।
চীনে সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টারা আগামী মাসে বেইজিংয়ে দুটি সমান্তরাল বৈঠকে মিলিত হবেন, যা ‘টু সেশনস’ নামে পরিচিত। এএনজেড বিশ্লেষকরা বলছেন, ওই বৈঠক থেকে আরো ভোক্তাবান্ধব নীতির ঘোষণা আসতে পারে বলে বাজারে জল্পনা চলছে।
গত সোমবার ঘূর্ণিঝড় জেলিয়ার কারণে অস্ট্রেলিয়ার প্রধান বন্দরগুলো সাময়িকভাবে বন্ধ ছিল। এএনজেড আরো জানায়, রফতানি পুনরায় শুরু হওয়ায় বাজার এখন চাহিদার সামগ্রিক গতিশীলতার দিকে মনোযোগ দিচ্ছে।