২৫ ডিগ্রির উপরে রাখতে হবে এসির তাপমাত্রা। না হলে বাড়বে অতিরিক্ত লোড শেডিংয়ের পরিমান। এমন কথাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ইতিমধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও আধা সরকারি ও সরকারি প্রতিষ্ঠানে দেয়া হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা।
তবে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা মানা হলেও বাসাবাড়িতে এখনও এটি কার্যকর করা সম্ভব হয়নি। জ্বালানি উপদেষ্টা বলেন, এসির তাপমাত্রা যদি ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, তাহলে দু–তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। সাশ্রয় করা এই বিদ্যুৎ দিয়ে অতিরিক্ত চাহিদার অনেকটাই কাটিয়ে উঠতে পারব।
এসময় উপদেষ্টা আরও বলেন, রমজান মাসে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য করা হবে না বলেও জানান তিনি।
বিদ্যুৎ সরবরাহে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে শীতকালে সারা দেশে ৯–১০ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। গরমকালে এই চাহিদা ১৭–১৮ হাজারে গিয়ে দাঁড়ায়। এ অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে অর্থের ব্যবস্থা করেছি।
অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনে যেসব উপকরণ দরকার তা সরবরাহেও তৎপর সরকার। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস ও কয়লার ব্যবস্থা করা হচ্ছে। এর সঙ্গে জনগণের সহযোগিতা পেলে আমার মনে হয় না আর লোডশেডিংয়ের প্রয়োজন হবে।’