ম্যানচেস্টারে শুরু হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। ইংল্যান্ড টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালে ভালো একটা দিনই পার করেছে সফরকারীরা। তবে দিন শেষে পন্তের ইনজুরি কিছুটা হলেও ভাবাবে গৌতম গম্ভীরকে।
ম্যানচেস্টারে প্রথম দিনে ৮৩ ওভারের খেলা হয়েছে। ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৪ রানের। ভারতের হয়ে অর্ধশতক করেছেন জয়সওয়াল এবং সাই সুদর্শন।
ভারতের ওপেনিং জুটি থেকেই আসে ৯৪ রান। ৪৬ রানে কেএল রাহুলকে তুলে নেন ক্রিস ওকস। এরপর সাই সুদর্শনকে নিয়ে বেশিদূর এগোতে পারেননি আরেক ওপেনার জয়সওয়াল। ফিফটি হাঁকিয়ে দলীয় ১২০ রানে আউট হন এই ব্যাটার। তবে ম্যানচেস্টারে ফিফটি করে একটি রেকর্ডে নাম লিখিয়েছেন জয়সওয়াল।
৫১ বছর পর ম্যানচেস্টারে কোনো ভারতীয় ওপেনার ফিফটি হাঁকালেন। এর আগে ১৯৭৪ সালে সর্বশেষ ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার ফিফটি হাঁকিয়েছিলেন। সেদিন গাভাস্কার করেছিলেন ৫৮ রান। গতকাল জয়সওয়ালও ৫৮ রানেই আউট হয়েছেন।
মাঝে ১২ রান করে স্টোকসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ভারতীয় ওপেনার শুভমান গিল। এরপর ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রিশভ পন্ত। সুদর্শনকে নিয়ে বেশ ভালোভাবে জমে যায় দুজনের জুটি। তবে ক্রিস ওকসের ইয়র্কার লেন্থের এক বলকে রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান পন্ত। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পান্ট।
আরেক প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়েছেন সুদর্শন। পন্ত বিদায় নিলে ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা। ১৫১ বলে ৬১ রানের টেস্ট মেজাজের ইনিংস খেলা সুদর্শন থামেন দলের ২৩৫ রানের মাথাতে। তাকে ফেরান বেন স্টোকস। দিন শেষে শার্দুল ঠাকুরকে নিয়ে ২৯ রানে জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন জাদেজা।
ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট পেয়েছেন অধিনায়ক বেন স্টোকস। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস এবং লিয়াম ডসন।
এমআর/এসএন