দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি ৭৬ লাখ টাকা, যা মোট ঋণের ২০.২০ শতাংশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাতের খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গত সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়ায় বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে এসেছে বলে জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, তিন মাস আগে সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের হার ছিল ১৬.৯৩ শতাংশ। তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৬০ হাজার ৭৮৭ কোটি ৫৫ লাখ টাকা। সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৮ কোটি ৩১ লাখ টাকা।
আহসান এইচ মনসুর জানান, মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪২.৮৩ শতাংশ; তিন মাস আগে গত সেপ্টেম্বর প্রান্তিকে এ হারছিল ৪০.৩৫ শতাংশ।
ডিসেম্বর প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ১৫. ৬০ শতাংশ; তিন মাস আগে সেপ্টেম্বর প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ছিল ১১.৬৬ শতাংশ। ডিসেম্বর শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।
গভর্নর বলেন, খেলাপি ঋণের এ হার প্রত্যাশিত। আগের সরকারের সময়ে খেলাপি ঋণ গোপন করে রাখার কারণে খেলাপি ঋণের হার ছিল ৯ শতাংশ। যত সময় যাচ্ছে, ঋণ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে, এতে খেলাপি ঋণ আরও বাড়ছে।