জনভোগান্তি এড়াতে রমজানে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

রমজান শুরু হতে আর দেরী নেই। রমজানে রাজধানীর মার্কেটকেন্দ্রিক এলাকাগুলোয় সাধারণ মা্নুষের চলাচল বৃদ্ধি পায়। ক্রেতাদের কেনাকাটা থেকে শুরু করে কর্মজীবী মানুষের ইফতারের আগেই ঘরে ফেরার তাড়া থাকায় রাস্তায় বাড়ে যানবাহনের চাপ। এসময়, জনভোগান্তি এড়াতে রমজান মাসে রাজধানীর রাস্তায় নতুন করে খোঁড়াখুঁড়ি না করতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেটকেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে রাস্তায় যানবাহনের চাপ অত্যাধিক থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে রাস্তা কেটে রাখা হয়। যার ফলে রাস্তা সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এ জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীর রাস্তাসমূহে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে শুরু করা সমীচীন হবে না।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীতে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজ নতুন করে শুরু না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।


Share this news on:

সর্বশেষ

img
‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান Feb 28, 2025
img
সেহেরি ও ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই : ইসলামিক ফাউন্ডেশন Feb 28, 2025
img
দিরলিসের দৃশ্যায়নে বাংলাদেশি নাশিদ, উচ্ছ্বসিত ভক্তরা Feb 28, 2025
img
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যু সংখ্যা নিয়ে যা জানালেন প্রেসসচিব Feb 28, 2025
img
মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, মিয়ানমার থেকে ফিরল বিমানের ফ্লাইট Feb 28, 2025
img
গ্র্যাজুয়েট হলেন কেয়া পায়েল, পেয়েছেন বিশেষ সম্মাননা Feb 28, 2025
img
নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদে থাকছেন যারা Feb 28, 2025
img
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার Feb 28, 2025
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনস্রোত! Feb 28, 2025
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে অর্থ নেওয়া প্রসঙ্গে যা জানালেন জেদনী Feb 28, 2025