হামলার ভয়ে মাদকসহ আটক আসামি ছেড়ে দিল ডিবি

রাজশাহীতে অভিযানে গিয়ে হামলার ভয়ে মাদকসহ আটক আসামিকে ছেড়ে দিয়েছে ডিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর মতিহার থানাধীন পদ্মাতীরবর্তী জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক আসামির নাম শাকিল, যাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশ বর্তমানে তার গ্রেপ্তারি অভিযান চালাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে অভিযানে থানা পুলিশের এক সদস্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই জাকিরের নেতৃত্বে ডিবির একটি টিম রাজশাহী নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। এ সময় ওই এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিলকে আটক করা হয়। অভিযান টের পেয়ে ওই দোকানে এসে জড়ো হয় শাকিলের সহযোগীরা। এ সময় তারা ডিবির টিমকে চারদিক থেকে ঘিরে ধরে।একপর্যায়ে ডিবির ওপর হামলার উপক্রম হলে ডিবি সদস্যরা আটক শাকিলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

রাজশাহী মহানগর ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) মাইনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান ছিল। ওই অভিযানে নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার এক যুবককে মাদকসহ আটক করে ডিবির টিম। এ সময় তার সহযোগীদের সহায়তায় আটককৃত ওই যুবক পালিয়ে যায়।

এর আগে জাহাজঘাট এলাকায় ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছিল ডিবির টিম। ওই ঘটনায় ডিবির একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর ৬ অক্টোবর রাতে জাহাজঘাট সংলগ্ন চরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই এলাকার চিহ্নিত মাদককারবারি ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন আলো নিহত হন। রাজশাহীতে মাদক চোরাচালানের জন্য চিহ্নিত এলাকাগুলোর মধ্যে জাহাজঘাট এলাকাটি অন্যতম।

Share this news on:

সর্বশেষ