মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার কারণে ওসিকে প্রত্যাহার
মোজো ডেস্ক 09:54PM, Mar 01, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় ডাকাতি প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে হাইওয়ে পুলিশ এ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খাইরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খাইরুল আলম জানান, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন ওসি দেওয়া হবে।
প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে গত ২ মাসে ৪টি ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চাল ভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী।
২৭ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের বহন করা মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ১ মার্চ একই জায়গায় মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের বহন করা প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এ সব ঘটনায় হাইওয়ে পুলিশের ব্যর্থতার অভিযোগে ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।