রসমঞ্জুরির জিআই স্বত্ব দাবি

শুধু কৃষিপণ্যের জন্যই নয়, ও রসমঞ্জুরির শহর হিসেবেও পরিচিত গাইবান্ধা। দীর্ঘ ৭৮ বছর ধরে এই মিষ্টির স্বাদ জয় করে নিয়েছে ভোজনরসিকদের। আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে এর সুখ্যাতি।

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকায় রসমঞ্জুরির জায়গা দাবি করেছেন স্থানীয়রা।

রসমঞ্জুরির যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে। গাইবান্ধা শহরের সার্কুলার রোডে ‘রমেশ সুইটস’-এর প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসে প্রথম এই বিশেষ মিষ্টান্ন তৈরি করেন। ধীরে ধীরে গাইবান্ধার মানুষ এর স্বাদে মুগ্ধ হয়ে ওঠে এবং অল্প সময়েই এটি ছড়িয়ে পড়ে সারা দেশে। এক পর্যায়ে বিদেশেও এই মিষ্টির চাহিদা তৈরি হয়।

রসমঞ্জুরির শুধুমাত্র গাইবান্ধার মানুষের নয়, বরং এটি পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক। কোমল ও রসালো এই মিষ্টির স্বাদ সবাইকে মুগ্ধ করে। বিয়ে, আপ্যায়ন, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে এটি একটি অপরিহার্য উপাদান। এমনকি প্রবাসীদের কাছেও শীতকালীন উপহার হিসেবে রসমঞ্জুরির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতিকেজি রসমঞ্জুরির মূল্য ৩৮০-৪০০ টাকা।

গাইবান্ধার রমেশ সুইটসে রসমঞ্জুরি কিনতে আসা এক ক্রেতা আতিকুর রহমান বলেন, স্বাদে অতুলনীয় আমাদের গাইবান্ধার রসমঞ্জুরির। এটি না খেলে মিষ্টি খাওয়াই যেন অসম্পূর্ণ থেকে যায়। আজ মামার জন্য পাঁচ কেজি রসমঞ্জুরি কিনেছি।
গাইবান্ধার মানুষ রসমঞ্জুরিকে শুধু মিষ্টি নয় বরং সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে। জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে এটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেলার স্লোগানেও স্থান পেয়েছে এই মিষ্টান্ন। তাই বলা হয়, স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ।

গাইবান্ধার নাট্যজন আলমগীর কবীর বাদল বলেন, এটি শুধুই একটি মিষ্টি নয়, এটি আমাদের ঐতিহ্য ও গর্ব। এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমরা চাই, এ বছরেই এটি স্বীকৃতি পাক।

জেলা শহরে বর্তমানে ২৫টিরও বেশি রসমঞ্জুরির দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা শহর ও বাজারে অন্তত ৫০টিরও বেশি প্রতিষ্ঠান এই মিষ্টান্ন বিক্রি করছে। প্রতিদিন বড় মিষ্টির দোকানগুলোতে ৫০০-৬০০ কেজি রসমঞ্জুরি তৈরি হয়, যার একটি অংশ ব্যক্তি পর্যায়ে সারা দেশে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে।

রমেশ সুইটসের স্বত্বাধিকারী ও হোটেল-মিষ্টি রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ বলেন, গাইবান্ধার রসমঞ্জুরি দেশের বাইরে ব্যাপক সুনাম কুড়িয়েছে। মানুষ এটিকে শুধু মিষ্টি হিসেবে দেখে না, বরং এটি তাদের অনুভূতির অংশ। এটি কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

গাইবান্ধার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রসমঞ্জুরিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তবে এত স্বাদ, মান ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এটি এখনো সেই স্বীকৃতি পায়নি।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরি মোয়াজ্জম আহমদ বলেন, গাইবান্ধার একটি বিখ্যাত মিষ্টান্ন রসমঞ্জুরি, যা আসলেই অসাধারণ। এটি জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং জিআই তালিকাভুক্ত করতে কার্যক্রম চলছে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি সর্বশেষ ৪টি পণ্য—রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মুক্তাগাছার মণ্ডা, মৌলভীবাজারের আগর ও আগর আতর জিআই পণ্যের তালিকায় যুক্ত হয়। বর্তমানে বাংলাদেশের মোট জিআই পণ্যের সংখ্যা ২৮টি।
ব্যবসায়ী ও স্থানীয়রা আশা করছেন, খুব শিগগিরই রসমঞ্জুরিও এই তালিকায় স্থান পাবে।


Share this news on:

সর্বশেষ

img
তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়ে ৪.৮৬ শতাংশ Jul 07, 2025
img
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ Jul 07, 2025
img
সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই : আখতার হোসেন Jul 07, 2025
img
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম Jul 07, 2025
শাহরুখ-ঋত্বিকের স্বপ্নের চরিত্রে রণবীর! Jul 07, 2025
অনিয়মে গড়া ভবন ভাঙলো রাজউক; স্বপ্নের বাসা নিয়ে একজনের আর্তনাদ! Jul 07, 2025
img
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান প্রধান উপদেষ্টার Jul 07, 2025
img
নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করলেন আসিফ মাহমুদ Jul 07, 2025
img
বাংলাদেশি স্পিনারদের মোকাবেলায় বিশেষ পরিকল্পনা করছে শ্রীলঙ্কা Jul 07, 2025
img
বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহনন Jul 07, 2025
img
চীনের সমর্থন ইস্যুতে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের সেনাপ্রধান Jul 07, 2025
img
রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি Jul 07, 2025
img
ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল নেত্রীর Jul 07, 2025
img
নারী নিয়ে রেস্ট হাউজে যাওয়ায় মহেশপুর থানার ওসি প্রত্যাহার Jul 07, 2025
img
সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই Jul 07, 2025
বীর সন্তানদের ভুলে গেলে জাতি এগোতে পারে না: চিফ প্রসিকিউটর Jul 07, 2025
img
জুলাইকে ভুলিয়ে দেয়ার চেষ্টা করলে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে: চিফ প্রসিকিউটর Jul 07, 2025
img
'দুদক সংস্কারে এনবিআরের নথি সংক্রান্ত বিএনপির অবস্থান হতাশাজনক' Jul 07, 2025
img
নারী ছাড়া কোনো আন্দোলন-বিপ্লব সফল হতে পারে না : সামান্তা শারমিন Jul 07, 2025
img
নিবন্ধন পেলে চমক সৃষ্টি করতে চাই : রফিকুল আমিন Jul 07, 2025