শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান বাংলাদেশি স্পিনারদের। বিশেষ করে তানভীর ইসলামের। এই অফ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। বাঁ-হাতি এই স্পিনার একাই শিকার করেছেন ৫ উইকেট।
সিরিজের তৃতীয় ওয়ানডের আগে টাইগার স্পিনারদের নিয়ে বেশ সতর্ক শ্রীলঙ্কা। আজ সোমবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলিনা কান্দাম্বে বলেন, ‘কলম্বোর চেয়ে ভিন্ন উইকেট এখানে (পাল্লেকেলেতে)। আমরা এ ব্যাপারে (স্পিন সামলানো) আলোচনা করেছি।'
'মাঝের ওভারে তারা (বাংলাদেশ) বেশ ভালো বল করেছে, ৩ জন স্পিনারই। আমরা আলোচনা করেছি, কী কী অপশন আমাদের হাতে আছে সেই সময়টা উতরে যাওয়ার জন্য। ট্রেনিংয়ে আজকে চেষ্টা থাকবে সেসব প্ল্যান কাজে লাগানোর।’ যোগ করেন তিনি।
পাল্লেকেলের উইকেট নিয়ে থিলিনা বলেছেন, ‘সাধারণত এখানে কলম্বোর চেয়ে বেশি সহায়তা থাকে ব্যাটারদের জন্য। বাউন্স এবং পেস সমান থাকে। আমরা এটাই আশা করছি। ক্যান্ডিতে গত ১২ মাসে ভালো ব্যাটিং উইকেট ছিল। আশা করছি পরের ম্যাচেও ব্যাটিং ট্র্যাক থাকবে।’
পিএ/এসএন