গত মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিনের মিত্র চীনের সক্রিয় সমর্থন পেয়েছে বলে নয়াদিল্লির অভিযোগ সোমবার প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং গত সপ্তাহে দাবি করেন, চীন গুরুত্বপূর্ণ ভারতীয় অবস্থান সম্পর্কে ইসলামাবাদকে সরাসরি তথ্য দিয়েছে। খবর রয়টার্সের।
ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ প্রশিক্ষণ কোর্সের স্নাতক কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে মুনির বলেন, বহিরাগত সহায়তা সম্পর্কিত ধারণাগুলো দায়িত্বজ্ঞানহীন এবং বাস্তবিকভাবে ভুল।
পাকিস্তানি কর্মকর্তারা এর আগেও ভারতের সঙ্গে সামরিক সংঘাতে চীনের সক্রিয় সমর্থন পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বেইজিং ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশটির জ্বালানি ও অবকাঠামোতে কোটি কোটি ডলারের চীনা বিনিয়োগ রয়েছে।
২০২০ সালে সীমান্ত সংঘর্ষের পর চীনের সাথে ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়ে, যা চার বছরের সামরিক অচলাবস্থার সৃষ্টি করে। কিন্তু গেলো অক্টোবরে চীন ও ভারত সীমান্ত সংঘাত থেকে পিছু হটার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কমতে শুরু করে।
ভারত ও পাকিস্তান মে মাসে চার দিনের যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামানের গোলা ব্যবহার করে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়। এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে হামলা করে। পরে ট্রাম্পের কথা যুদ্ধবিরতিতে রাজি হয়।
আরআর/এসএন