এক্সপ্রেসওয়েতে বাড়লো যানচলাচলের গতিসীমা। যানবাহনের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে এখন ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। সেতু বিভাগের অনুমোদনের পর কার্যকর হয়েছে এই নতুন গতিসীমা। তবে এর বেশি গতিতে গাড়ি চালালে মামলার সম্মুখীন হতে হবে, বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
'ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের' পরিচালনা কর্তৃপক্ষ জানায়, এক্সপ্রেসওয়ের নকশা প্রশস্ত ও মসৃণ হওয়ায় পূর্বনির্ধারিত ৬০ কিলোমিটার গতিসীমা তুলনামূলক কম ছিল। তাই যান চলাচল আরও সহজ করতে এবং সময় বাঁচাতে বাড়ানো হয়েছে গতির সর্বোচ্চ সীমা।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ভিডিও প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে যদি কোনো গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করে, তবে সেই গাড়ির এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে বলেও জানানো হয়।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর কমপক্ষে ১০টি বড় দুর্ঘটনা ঘটেছে। যদিও এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হওয়ায় পরবর্তীতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করা হয়। পরে ২০২৪ সালের মার্চে কারওয়ান বাজার র্যাম্প খুলে দেওয়া হয়। বর্তমানে প্রতিদিন ৫০ হাজারের বেশি যানবাহন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে বলে জানা গেছে।