পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে যখন রেল ভ্রমণ করা হয়, তখন যাত্রীদের সেহেরি গ্রহণের ক্ষেত্রে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। অনেক যাত্রী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, কিন্তু বেশিরভাগ যাত্রীর এ সুবিধা থাকে না। ফলে, তাদের ভ্রাম্যমাণ দোকানদার কিংবা ট্রেনের নিজস্ব ক্যাটারিং সার্ভিসের ওপর নির্ভর করতে হচ্ছে।
এ সুযোগে ট্রেনের নিজস্ব ক্যাটারিং সার্ভিসে বাড়ানো হয়েছে খাবারের দাম। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) আনসার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আন্ত নগর ট্রেনের ক্যাটারিং সার্ভিসে খাবারের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, চিকেন বিরিয়ানি (১ প্যাকেট) ১৭০ টাকায় পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে ২০০ টাকায়, চিকেন ফ্রাই (১টি) বর্তমান মূল্য ৮০ টাকা হলেও এখন কিনতে হবে ৯০ টাকায়, খিচুড়ি+ডিম+চিকেন (১ প্যাকেট) দাম ২০০ টাকা থাকলেও এখন দাম ধরা হয়েছে ২২০ টাকা।
এ ছাড়া চিকেন বার্গার একটি দাম ৮০ টাকা থাকলেও এখন প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৯০ টাকা।
নতুন মূল্য তালিকা মতে, চিকেন বিরিয়ানি (১ প্যাকেট) বাড়ানো হয়েছে ৩০ টাকা, চিকেন ফ্রাই (১টি) বাড়ানো হয়েছে ১০ টাকা, খিচুড়ি+ডিম+চিকেন (১ প্যাকেট) বাড়ানো হয়েছে ২০ টাকা এবং একটি চিকেন বার্গার বাড়ানো হয়েছে ১০ টাকা।