মালয়েশিয়ায় সন্তান জিম্মি, ফিরে পেতে মায়ের আকুতি

মালয়েশিয়ায় জিম্মি থাকা ছেলে মো. সাগরকে ফিরে পেতে তার মায়ের আকুতি শোনা গেছে। সাগরকে ৫ লাখ টাকা চুক্তিতে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন ও মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, দেড় বছর আগে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমানে তাকে জিম্মি করে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।
ভুক্তভোগীর মা বিউটি বেগম রোববার (২ মার্চ) বাউফল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তিনি ছেলের মুক্তির জন্য সরকারের সহায়তা চেয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

সাগরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া গ্রামে। তার বাবা ইদ্রিস ফরাজি।
পরিবারের অভিযোগ, একই উপজেলার দাশপাড়া গ্রামের প্রবাসী মো. আমিন হাওলাদার তাকে মালয়েশিয়ায় নিয়ে যান।

সাগরের মা বিউটি বেগম জানান, আমার ছোট ভাই সোহরাব প্যাদা এবং তার শ্যালক আমিন হাওলাদার অনেকদিন ধরে মালয়েশিয়ায় আছেন। তারা অনেক লোকজনকে বিদেশে পাঠিয়েছেন। আমার ভাই সোহরাব আমিনের মাধ্যমে আমার ছেলেকে মালয়েশিয়ায় ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিনিময়ে আমাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। আমরা ধারদেনা করে টাকা জোগাড় করে দিই। দেড় বছর আগে আমার ছেলে সাগরকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তিনি চাকরি না পেয়ে উল্টো নির্যাতনের শিকার হন। এখন তারা আমাদের কাছে আরও সাড়ে ৩ লাখ টাকা দাবি করছে। আমি আমার ছেলেকে ফেরত চাই।

তিনি আরও জানান, আমিন কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে আমার ছেলেকে মারধর করে। আমি ফোনে আমার ছেলের কান্নার শব্দ শুনেছি। আমার ভাই সোহরাবও এই কাজে জড়িত। তারা দুজন মিলে আমার ছেলেকে জিম্মি করে টাকা হাতিয়ে নিতে চাইছেন।

সাগরের মামা মো. ইউসুফ জানান, ২০২৩ সালে দালাল আমিন প্রথমবার অবৈধভাবে সাগরকে মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সে সময় থাইল্যান্ডে আটকে পড়ে এবং এক মাস ১৭ দিন জেল খাটতে হয় তাকে। পরে থাইল্যান্ড সরকার তাকে দেশে ফেরত পাঠায়। এরপর আমিন তাকে বৈধ ভিসায় মালয়েশিয়ায় নিয়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পর থেকে আমিন সাগরকে নির্যাতন শুরু করেন এবং মুক্তিপণ দাবি করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমিন হাওলাদারের সঙ্গে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, সাগরের মামা সোহরাব প্যাদা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার শ্যালকের মাধ্যমে সাগরকে বিদেশে পাঠানো হয়েছে। এজন্য আমার অনেক টাকা খরচ হয়েছে, যা এখনও পরিশোধ করা হয়নি। তবে সাগরের ওপর কোনো নির্যাতনের বিষয়ে আমি কিছু জানি না।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ Jul 14, 2025
img
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই Jul 14, 2025
img
বল হাতে ‘ইকোনমিক্যাল’ সাকিব, ব্যাটিংয়ে ব্যর্থ Jul 14, 2025
img
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের Jul 14, 2025
img
এবার অ্যাকশন সিনেমায় একসঙ্গে ববি-রণবীর Jul 14, 2025
img
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট শিশির মনিরের খোলা চিঠি Jul 14, 2025
img
কেন্দ্রের গাফিলতিতে ফেল ৪৮ শিক্ষার্থী, সংশোধনের পর অনেকে পেল জিপিএ-৫ Jul 14, 2025
img
রাশিয়া ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না: জার্মান পররাষ্ট্রমন্ত্রী Jul 14, 2025
img
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 14, 2025
img
দীপিকার পোশাক ও চেহারা দেখেই সীমা হারাল নিন্দুকেরা! Jul 14, 2025
img
তিব্বত ইস্যুই ভারত-চীন সম্পর্কের মূল কাঁটা: বেইজিং Jul 14, 2025
img
শেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ Jul 14, 2025
img
আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ Jul 14, 2025
img
সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ Jul 14, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ৯৫ জন Jul 14, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার Jul 14, 2025
img
গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি Jul 14, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কিনশাসা, ঢাকার অবস্থান ৫৭তম Jul 14, 2025
img
কাঁচা রসুন থেকে কারা দূরে থাকবেন, জেনে নিন Jul 14, 2025
img
ঢাকাসহ দেশের ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা Jul 14, 2025