বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি)পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।
এই পদোন্নতির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য আরও বিস্তৃত হবে এবং পুলিশের সার্বিক প্রশাসনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।