ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে : রিজওয়ানা

কুড়িগ্রামের চাকিরপশার বিলের অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নিতে কুড়িগ্রামের ডিসিকে নির্দেশনা দিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি ব্যর্থ হলে উপদেষ্টা নিজেই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইনপ্রয়োগ’-বিষয়ক একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কুড়িগ্রামের ডিসিকে এ কথা বলেন।

বিলের নাম উল্লেখ না করে রিজওয়ানা বলেন, পাবলিক প্রসিকিউটর, পুলিশবাহিনী ও প্রশাসনসহ সবাই মিলে সরকারের আইন মেনে কাজ করে নদী ও জলাশয়গুলোকে দূষণমুক্ত করব। একটি বিশেষ বিল নিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসককে আমি বহুবার বলেছি কিন্তু উনি আমার সঙ্গে কথা বলার পর কার সঙ্গে জানি কথা বলেন। পরে তার চিন্তা পাল্টে যায় (থিংকস গেট চেইঞ্জড)। আমি তাকে পদক্ষেপ নিতে বলব। ওখানে ব্যবস্থা নেওয়া না হলে আমাকেই ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান না থাকায় রংপুরের নদ নদীগুলোতে দূষণ কম হয়। পরিবেশ ন্যায়বিচার করতে গিয়ে বৈশ্বিকভাবে ও দেশে আমরা নানাভাবে হুমকি-ধমকির মুখে পড়ি। নানা বিপদে পড়ি। যখন ভূমিদস্যুদের বিরুদ্ধে, বালুখেকোদের বিরুদ্ধে, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে লড়াই করেন তখন আপনাদের জন্য এটি রোমান্টিক অ্যাজেন্ডা থাকে না।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের বাতাস হচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস। এটি গত ১০ বছর থেকে ট্রেন্ড চলছে। যখন আপনাদের কাছে অবৈধ ইটভাটাগুলো ভেঙ্গে দিতে অনুরোধ করি তখন অনেকের সহায়তা পাই, অনেকের পাই না। তখন আপনারা শ্রমিক স্বার্থ নিয়ে কথা বলেন। কিন্তু দেশের আইন অনুযায়ী যে প্রতিষ্ঠানটা চলতে পারে না ওটা চলবে না। ওই দায়িত্বের মধ্যে আপনাদের ঢোকার দরকার নেই। আপনাকে আদালত যা বলেছে, দেশের আইন যা বলেছে আপনাকে সেভাবেই কাজ করতে হবে। রাতারাতি আমাদের ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার সুযোগ কম। যতক্ষণ পর্যন্ত ইটভাটার বিরুদ্ধে অভিযানে না যাব আমি তো আপনার বাচ্চার জন্য বাতাসটা নিরাপদ করতে পারবো না।

তিনি বলেন, আন্তর্জাতিক কৃষি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ কীটনাশক ও সার ব্যবহার করা হয় তা প্রয়োজনের চাইতে হাজারগুন বেশি। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬-৮ বছর কমে যাচ্ছে। এজন্য আমরা কৃষিকে নিরাপদ করার কথা বলি। আমরা এমন কিছু প্রাকৃতিক সম্পদ রক্ষার কথা বলি যেগুলোকে আপনি সৃষ্টি করতে পারবেন না। এখন ঢাকা শহরের মানুষের জন্য পানি আনতে সাতটি নদী রেখে মেঘনা থেকে আনা হয়। সেটার খরচ আমরা নাগরিকরা বহন করছি। কারণ আমরা শিল্পায়নকে নিয়ন্ত্রণ করতে পারিনি।

রিজওয়ানা হাসান বলেন, যদি আমরা নিরাপদ খাদ্যকে বুঝি তাহলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, পরিবেশগত ছাড়পত্র ও ডিসির লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বিবেকে বাঁধবে না। কিন্তু আমরা কি প্রশাসনিক, বিচার বিভাগ এবং প্রয়োগকারী সংস্থা হিসাবে প্রতিক্রিয়াশীল হব সবসময় নাকি সক্রিয় হওয়ার সুযোগ আছে এটা চিন্তা করে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। এখন যদি বুড়িগঙ্গাকে পুনরুদ্ধার করতে চাই তাহলে ২ হাজার কোটি টাকা দরকার। কিন্তু তখনই যদি ৫০০ কোটি টাকা দিয়ে ট্যানারি শিল্পগুলোকে বর্জ্য ব্যবস্থার আওতায় আনা হতো তাহলে এই খরচটা হতো না । প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করলে অনেকগুলো কাজ করে ফেলা সম্ভব।

পুলিশ ও প্রশাসনকে পরিবেশ রক্ষার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, আইনে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তর যদি পুলিশ প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা চায় তাহলে তারা সাহায্য করতে বাধ্য। আমি খালি শুনি ‘গো স্লো’, ‘গ্লো স্লো’ আর কত স্লো যাব বলেন। আমাদের তো দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার করতে হবে। এটাকে বড় অপরাধ বিবেচনা করে আমাদেরকে সাহায্য করতে হবে। পরিবেশের বিরুদ্ধে অপরাধকে হালকা অপরাধ হিসেবে দেখবেন না। এটা আসলে গুরুতর অপরাধ। এটি আমাদের পরবর্তী প্রজন্মের বিরুদ্ধে গুরুতর অপরাধ। রংপুরে কৃষি জমি থেকে থেকে মাটি কেটে যেন ইটভাটায় দেওয়া না হয় এটা জেলা প্রশাসককে নিশ্চিত করতে হবে।

সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়া কর্মশালায় অংশ নেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার সমাবেশে যোগদানের পথে দুর্ঘটনায় আহত জামায়াত কর্মীর মৃত্যু Jul 19, 2025
img
ক্যাম্প ন্যুতে ফেরার অপেক্ষা আরও বাড়ল বার্সার Jul 19, 2025
img
সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে ময়মনসিংহের ২০ হাজার নেতাকর্মীর মিছিল Jul 19, 2025
img
‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’- ক্যাপশনে জীবনের গল্প বললেন পরীমণি Jul 19, 2025
img
‘মার্চ টু গোপালগঞ্জে’ রাষ্ট্রের কত অর্থ ব্যয় হয়েছে, প্রশ্ন মাসুদ কামালের Jul 19, 2025
img
ভোলার চরফ্যাশনে সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ Jul 19, 2025
img
কেন প্রেম ভেঙেছিল আলিয়া- সিদ্ধার্থের! Jul 19, 2025
img
আগামী পাঁচ দিনে বাড়বে বৃষ্টির প্রবণতা, উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সতর্কতা Jul 19, 2025
img
বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, জানি না : ইলিয়াস হোসেন Jul 19, 2025
img
সিনেমা হলগুলো দর্শক হারানোর কারণ জানালেন পঙ্কজ ত্রিপাঠি! Jul 19, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইতিহাস’ গড়ল জামায়াত! Jul 19, 2025
img
‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো এর মাধ্যমে সবচেয়ে দামি সঞ্চালক হতে যাচ্ছেন অমিতাভ বচ্চন! Jul 19, 2025
img
কুমিল্লার মুরাদনগরে জনসভা করার ঘোষণা দিলেন ইশরাক Jul 19, 2025
img
অবসর ভেঙে আবারও ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার! Jul 19, 2025
img
সৈকতে কারিনার ‘লুঙ্গি ড্যান্স’, নেটদুনিয়ায় ঝড়! Jul 19, 2025
img
জামায়াতের সমাবেশ ঘিরে নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও Jul 19, 2025
img
বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার Jul 19, 2025
img
গায়ানার কাছে হেরে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো রংপুর রাইডার্সের Jul 19, 2025
img
ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের Jul 19, 2025
img
নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ : আব্দুন নূর তুষার Jul 19, 2025