বরগুনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি রাশেদুল হাসান প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে বিকেলে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন লোহাপট্টি এলাকার একটি দোকান থেকে প্রিন্সকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে তাকে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমআর/টিএ