গুগল তাদের সার্চ ফিচারকে আরও উন্নত করতে একটি নতুন এআই টুল চালু করেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে যে, তারা ‘এআই মোড’ নামে একটি অভিনব ফিচার এনেছে। এই ফিচারটি ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর প্রদান করবে, যেখানে সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন পড়ে। এই নতুন টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা আরও কার্যকরভাবে তথ্য খুঁজে পেতে সক্ষম হবেন।
‘এআই মোড’-এ গুগল সার্চের মূল অভিজ্ঞতায় একটি চ্যাটবট যুক্ত হবে, যা পারপ্লেক্সিটি বা চ্যাটজিপিটি সার্চের মতো কাজ করবে। বর্তমানে এআই মোডটি শুধুমাত্র ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এটি ব্যবহারের জন্য গুগল সার্চের ‘ল্যাবস’ সেকশনে গিয়ে ফিচারটি সক্রিয় করতে হবে। এআই মোডটি গুগলের ‘জেমিনি ২.০’ মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
গুগলে অনুসন্ধান করার সময় অনেক ব্যবহারকারী এআই-ভিত্তিক ফলাফল দেখতে চান। তাই ‘এআই মোড’ চালু থাকলে এটি সার্চ পেজ বা গুগল অ্যাপে একটি নতুন ট্যাব হিসেবে থাকবে, যেমন: ‘ইমেজেস’ বা ‘নিউজ’ ট্যাবের মতো। ব্যবহারকারীর প্রশ্নের উত্তর গুগলের সার্চ ইনডেক্সের ওপর ভিত্তি করে তৈরি হবে এবং সহায়ক লিংকও দেখানো হবে।
এ ছাড়া, গুগল সার্চের ‘এআই ওভারভিউ’ ফিচারের নতুন সংস্করণও চালু করা হয়েছে। এমনকি যাঁরা গুগলে লগইন করেননি, তাঁরাও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।