বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আরও এক সন্দেহজনক আসামিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ র্যাব।
শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার রুমান আহমদ (৩১) কিশোরগঞ্জ পৌর শহরের মনিপুরঘাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে রুমানকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-সংক্রান্ত মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামী তিনি।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক বলেন, গ্রেফতারের পর আসামী রুমান আহমদকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য আমাদের সব অভিযান অব্যাহত রয়েছে।