গাড়ি কেনার নামে ‘টেস্ট ড্রাইভ’ বা পরীক্ষামূলক চালানোর কথা বলে অস্ত্রের মুখে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার (৮ মার্চ) রাত সোয়া ৮টার পর রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে ছিনতাই করা হয় গাড়িটি।টয়োটা হ্যারিয়ার (হাইব্রিড) ব্র্যান্ডের গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। এ ঘটনায় রবিবার শাহবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গাড়ি আমদানি ও বিক্রির ব্যবসা করেন মাশরুর নাঈর। তার প্রতিষ্ঠান হুইল ডিলস থেকে একটি জিপগাড়ি কেনার জন্য যোগাযোগ করেন এক ব্যক্তি। পরে গাড়ি দেখতে এসে ‘টেস্ট ড্রাইভ’ বা পরীক্ষামূলকভাবে গাড়িটি চালিয়ে দেখতে চান তিনি। ক্রেতার চাওয়া অনুযায়ী গাড়িটি চালাতে দেওয়া হয় ওই ব্যক্তিকে।
এরপর অস্ত্র ঠেকিয়ে গাড়ি নিয়ে চলে যায় ছিনতাইকারী চক্র। এ ঘটনার ঘণ্টাখানেক পর গাড়ির মালিকের হোয়াটসঅ্যাপ নম্বরে এ ঘটনায় মামলা না করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না দিতে কয়েকটি বার্তা পাঠায় ছিনতাইকারীরা। আরেক বার্তায় ছিনতাইকারী জানায়, ‘ভাই, গাড়ি পেয়ে যাবেন। এ জন্য ৭ দিন সময় লাগবে।
’ এ ঘটনায় গতকাল রবিবার (৯ মার্চ) ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী গাড়ি ব্যবসায়ী মাশরুর নাঈর।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, গাড়িটি উদ্ধার ও চক্রটি শনাক্তে কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাশরুর নাঈর জানান, বিক্রির জন্য রাখা গাড়িতে সবসময় তেল কম রাখতেন। কিন্তু গাড়ি কিনতে আসা ব্যক্তিরা গাড়িতে আরো তেল নিতে চান।
তখন তার চাচাতো ভাই তেল নিতে না করেন। নামাজে যাবেন উল্লেখ করে দ্রুত গাড়িটি দেখাতে বলেন। পরে তারা গাড়িটি নিয়ে টিএসসি ঘুরে শাহবাগ মোড়ে এসে মেট্রোরেল স্টেশনের নিচে থামেন। সেখানে অস্ত্র ঠেকিয়ে তার চাচাতো ভাইকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যান।
আরএ/টিএ