ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান

যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। সফল উদ্ধার অভিযানের একদিন পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতর বলেছে, জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত জড়িত। বিদেশে অবস্থিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে এই হামলার পরিকল্পনা হয়েছিল। খবর জিও নিউজ।

প্রতিবেদন মতে, ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।

গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা। ওই সময় ট্রেনটিতে ৪০০ শতাধিক যাত্রী ছিলেন। যাদের সবাইকে জিম্মি করা হয়।

এ ঘটনায় দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ যদি তাদের কারাবন্দি যোদ্ধাদের মুক্তি দিতে রাজি হয় তবে দলটি জিম্মি যাত্রীদের মুক্তি দিতে প্রস্তুত।

এরপর জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তান কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী জানায়, উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বুধবার (১২ মার্চ) উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে ৩৩ জন হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষের সময় ২৭ জন জিম্মি ও এক আধাসামরিক সেনা নিহত হয়েছেন।পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও বলেন, সন্ত্রাসী হামলার ঘটনার বেশ কিছু ফোনকল থেকে হামলাকারী ও আফগানিস্তানের মধ্যকার যোগসূত্র নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল রয়েছে এবং পাকিস্তান বারবার আফগান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএলএ-এর মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসবাদের জন্য তাদের দেশের মাটি ব্যবহার করতে না দেয়ার জন্য অনুরোধ করেছে।


এমআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি Mar 13, 2025
img
ঘন ঘন নাক খোঁটার অভ্যাসে হতে পারে যে বিপদ Mar 13, 2025
img
প্রথম বলিউড নায়িকা হিসেবে ১৭ কোটির গাড়ি কিনলেন উর্বশী Mar 13, 2025
img
সিলেটে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতি Mar 13, 2025
img
রমজানে মহানবী (সা.)-এর দান-সদকা Mar 13, 2025
img
এক বছর থেকে গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান Mar 13, 2025
img
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল Mar 13, 2025
img
সবোর্চ্চ ৯০ দিনের মধ্যে আছিয়ার হত্যাকারীদের বিচার করতে হবে: জামায়াত আমির Mar 13, 2025
img
আছিয়ার জানাজা সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন Mar 13, 2025
img
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Mar 13, 2025