আশুলিয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় একটি বাসা থেকে মাসুম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এনায়েতপুর এলাকার আলামিনের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম মিয়া (৪৫) মানিকগঞ্জ সাটুরিয়া বালিয়াটির খলিলাবাদ বেইরাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন এবং এনায়েতপুর এলাকার আলামিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

পুলিশ জানায়, মাসুম মিয়ার মৃত্যু দুই থেকে তিন দিন আগেই হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের অনুরোধের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফপি/এন এস 

Share this news on: