গ্রেফতার হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী। জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় এজাহারনামীয় আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, রেজওয়ানুল হক শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্টের পূর্বে আওয়ামীলীগের দমন পীড়নে সকৃয় অবস্থান ছিলো তার। এমনকি জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার দায়ে মামলার মুখে পড়েন তিনি।
তবে, ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। তবে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে তার নিজ বাড়ি থেকেই খোকনকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
টিএ/