নোয়াখালীতে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জে এক কলেজছাত্রীকে (২১) চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৪ মার্চ) র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) এবং আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)।

শুক্রবার দুপুরের দিকে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার নূর হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মার্চ ইফতার মাহফিল শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসায় যাওয়ার উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজিতে ওঠেন ওই ছাত্রী। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা পাঁচজন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে। বাকি চারজন ও আরো একজন মিলে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও শ্লীলতাহানি করে। পরে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয় তারা।

এ সময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভুক্তভোগীকে সিএনজি করে কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ইউটার্ন নিয়ে একাধিকবার ঘুরাতে থাকে এবং অসৎ উদ্দেশ্য নির্জন স্থান খুঁজতে থাকে অভিযুক্তরা।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ওই মামলার সূত্র ধরে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
ইসলামী ব্যাংকিং পশ্চিমা দেশেও জনপ্রিয় হচ্ছে : ধর্ম উপদেষ্টা Mar 15, 2025
img
ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গুতেরেসের বৈঠক Mar 15, 2025
img
ধর্ষণের প্রতিবাদে মহিলা জামায়াতের মানববন্ধন Mar 15, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের পুনরায় সমর্থন Mar 15, 2025
img
রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ Mar 15, 2025
দেশের বাজারে স্বর্ণের দামের রেকর্ড হবে কি? Mar 15, 2025
লাল চিনির নামে কি খাচ্ছেন? সাবধান! Mar 15, 2025
ঢাকায় ফেরার নির্দেশ উপেক্ষা করে কানাডায় গেছেন রাষ্ট্রদূত হারুন রশিদ Mar 15, 2025
বাংলাদেশে ভা"ঙতে আসা ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Mar 15, 2025
সবচেয়ে বড় আর্থিক ক্ষ'তি''র শ'ঙ্কা'য় বিএমডব্লিউ Mar 15, 2025