গোপন সমঝোতায় হাটবাজার ইজারা নিলেন বিএনপি নেতারা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাটবাজার ইজারার কার্যক্রম গোপন সমঝোতা ও ব্যাপক অনিয়মের মাধ্যমে সম্পন্ন হয়েছে। জানা গেছে, গত বছরের তুলনায় কম দামে ইজারা দেওয়া হয়েছে কয়েকটি বাজার, যা নিয়মবহির্ভূত। ফলে কাগজে সবকিছু সঠিক থাকলেও, কৌশলে সরকারের প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব বঞ্চিত করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কমলনগর ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ২১টি হাটবাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

গত বুধবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। প্রতিটি বাজারের আট থেকে ১০টি করে দরপত্র ফরম বিক্রি হলেও জমা পড়ে মাত্র ৩টি ও দুটি করে। যার মধ্যে একটি ছাড়া বাকিগুলো ছিল অসম্পূর্ণ তথ্যসংবলিত। আবার কোনো বাজারে পড়েছে মাত্র একটি দরপত্র।
বিশেষ সূত্রে জানা যায়, দরপত্র ক্রয় করা ব্যক্তিদের নিয়ে গোপনে সমঝোতার ফন্দি আঁটেন স্থানীয় বিএনপির নেতারা। তাই তাদের পছন্দের ব্যক্তিরাই পেয়েছেন প্রতিটি বাজারের ইজারা।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টায় দরপত্র বক্স খোলে উপজেলা প্রশাসন। এতে দেখা যায়, হাটবাজার ইজারার ১ নম্বর তালিকায় থাকা চরকালিকিনি ইউনিয়নের মতিরহাট বাজারটি ২ লাখ ৯২ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেদি হাসান লিটন পেয়েছেন, যা গত বছরের ইজারা মূল্যের চেয়ে প্রায় ১ লাখ টাকা কম।

একই অবস্থা চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের। দরপত্র ক্রয় করা সবাইকে ম্যানেজ করে ওই বাজারের ইজারা বাগিয়ে নেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম শওকত, যা গত বছরের চেয়ে ৪ লাখ টাকা কম। একই ইউনিয়নের চরবসু বাজারটি গত বছরের চেয়ে ৫০ হাজার টাকা কমে ২ লাখ ৯ হাজার টাকায় ইজারা নিয়েছেন স্থানীয় জামায়াত নেতা আবদুস সালাম।

এ ছাড়া উপজেলার সবচেয়ে বড় বাজার তোরাবগঞ্জ বাজারটি সবাইকে ম্যানেজ করে নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ১৮ হাজার টাকা বাড়িয়ে ৬৭ লাখ ৭০ হাজার টাকায় বাজারটি ইজারা নেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম কাদের। একইভাবে উপজেলার হাজিরহাট বাজারটি নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ৩ হাজার টাকা বাড়িয়ে ৬৩ লাখ ৪৯ হাজার টাকায় ইজারা নিলেন বিএনপির উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. বাবুল।

চরমার্টিন ইউনিয়নের মুন্সীগঞ্জ বাজারের দরপত্র ছয়জনে কিনলেও দরপত্র পড়েছে শুধু যুবদল নেতা তারেক রহমান রকির। তিনি নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ২০০ টাকা বাড়তি দরে ৩ লাখ ৫১ হাজার ৮০০ টাকায় বাজারটি ইজারা নিয়েছেন। ওই ইউনিয়নের চৌধুরী বাজারটিও বিএনপি নেতা নুরনুবী মামুন দরপত্র নেওয়া অন্তত ১০ জনকে ম্যানেজ করে নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ৫শ টাকা বাড়িয়ে ৩ লাখ ৪৪ হাজার টাকায় বাজারটি ইজারা নেন। এভাবে ২১টি বাজারের মধ্যে দু-একটি বাজার জামায়াত নেতারা নিলেও বাকি বাজারগুলো কৌশলে গোপন সমঝোতার মাধ্যমে বাগিয়ে নেন স্থানীয় বিএনপি নেতারা।

তোরাবগঞ্জ বাজার ইজারার দরপত্র কেনা মো. মনতাজ হোসেন বলেন, আমরা কয়েকজনে দরপত্র কিনেছি। পরে বিএনপির উপজেলা সভাপতি গোলাম কাদের আমাদের সঙ্গে সমঝোতা করে তোরাবগঞ্জ বাজার ইজারা নিয়েছেন।

তোরাবগঞ্জ ইউনিয়নের ফাযিল মিয়ার হাটের জন্য দরপত্র নেওয়া মো. ইউসুফ খান বলেন, বাজার ইজারার জন্য আমিসহ চারজন দরপত্র নিয়েছি। পরে আমাদের সঙ্গে সমঝোতা করে বিএনপি নেতা মো. আবদুস শহিদ বাজারটি ইজারা নিয়েছেন।

চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজারের ইজারা নেওয়া বিএনপি নেতা মামুন সমঝোতার কথা স্বীকার করে বলেন, আট থেকে ১০ জনে বাজারটির দরপত্র নিয়েছিল। পরে সবার সঙ্গে সমঝোতা করে বাজারের ইজারা নিয়েছি। নিজের জন্য নয়; বরং এই খাতের টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করা হবে।

তোরাবগঞ্জ বাজারের ইজারা পাওয়া উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম কাদের বলছেন, কোনো গোপন বৈঠক বা সমঝোতা হয়নি। নিয়ম মতেই ইজারা নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, গত তিন বছরের বাজার দরের গড় হার এবং ৬ শতাংশ বৃদ্ধি করে বাজারের কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত মূল্যের নিচে নেওয়ার সুযোগ নেই। পছন্দের লোকজন বাজার পাওয়ার জন্য বিএনপির সমঝোতার বিষয়ে আমি অবগত নই। বাজারের মূল্য যত বেশি হবে সরকার রাজস্ব তত বেশি পাবে।


এমআর

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০ Jul 02, 2025
img
ইসরায়েলে ওপর ক্ষেপণাস্ত্র হামলা Jul 02, 2025
img
টাই ব্রেকিং ভোটে পাস হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ Jul 02, 2025
img
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২ সিনেমা Jul 02, 2025
img
কলকাতায় নিজের জন্মদিন কীভাবে কাটালেন জয়া আহসান Jul 02, 2025
img
জুলাইয়ে এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান Jul 02, 2025
img
জামায়াতের সঙ্গে জোট ও পিআরে নুরের একমত প্রকাশ Jul 02, 2025
img
এই দিন ভুলব না কখনো : নিলা ইসরাফিল Jul 02, 2025
img
‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’ Jul 02, 2025
img
মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত Jul 02, 2025
img
রেমিট্যান্স ও রিজার্ভের রেকর্ড নিয়ে নতুন অর্থবছরের যাত্রা Jul 02, 2025
img
পদযাত্রার মাধ্যমে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে : নাহিদ ইসলাম Jul 02, 2025
img
‘জীবনে প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড’, গোপন গল্পে নতুন ভূমিকায় ধাওয়ান Jul 02, 2025
img
সাংবাদিক বাংলায় প্রশ্ন করতেই আটকালেন প্রসেনজিৎ! অনুবাদ করে সামলালেন রাজকুমার রাও Jul 02, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025