ভোলার চরফ্যাশনে তারাবির নামাজ পড়তে গিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে চরফ্যাশন খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে। আহত শিশুটি বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারাবির নামাজ পড়তে গিয়ে শিশুটি এক ব্যক্তি দ্বারা প্রলোভনের ফাঁদে পড়ে। পাঞ্জাবি-টুপি পরিহিত অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে তুলে নিয়ে যায় এবং পরে কৌশলে মসজিদের তিনতলায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৭টা ২৩ মিনিটে শিশুটিকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ব্যক্তি মসজিদের সামনে ঘোরাফেরা করছিলেন। ৭টা ২৯ মিনিটে মসজিদে প্রবেশ করেন এবং রাত ৮টা ২৮ মিনিটে শিশুটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার পর শিশুটিকে প্রথমে চরফ্যাশন উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি এখন ঝুঁকিমুক্ত রয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসএস