বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

টেক দুনিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে গুগল। ২০২৫ সালের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগলের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট হয়েছে, ভবিষ্যতে জেমিনি এআই হবে অ্যান্ড্রয়েডের নতুন ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ, যারা এতদিন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতেন তাদের জন্য আসছে এক নতুন অভিজ্ঞতা।

গুগল এই পরিবর্তন শুধু স্মার্টফোনেই নয় বরং ট্যাবলেট, স্মার্টওয়াচ, গাড়ির সফটওয়্যার, হেডফোন এবং অন্যান্য সংযুক্ত ডিভাইসেও নিয়ে আসছে। এমন কি আইওএস প্ল্যাটফর্মেও এই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

গুগল অ্যাসিস্ট্যান্ট কেন বন্ধ হচ্ছে?

গুগল অ্যাসিস্ট্যান্ট ২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে। কিন্তু গুগল সম্প্রতি আরও উন্নত ও শক্তিশালী জেমিনি এআই-কে বাজারে এনেছে। যা আগের অ্যাসিস্ট্যান্টের তুলনায় আরও উন্নত ও বুদ্ধিমান হবে।

এই পরিবর্তনের অন্যতম কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গুগলের নতুন দৃষ্টিভঙ্গি। গুগল চায় তাদের এআই প্রযুক্তি আরও স্বয়ংক্রিয়, শক্তিশালী এবং ব্যবহারকারীর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলুক। তাই পুরনো অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে জেমিনি এআই-কে সামনে নিয়ে আসছে তারা।

গুগল জানিয়েছে, যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী সংস্করণ এবং কমপক্ষে ২ জিবি র‍্যাম রয়েছে সেগুলোতে কিছুদিনের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট চালু থাকবে। তবে ভবিষ্যতে ধাপে ধাপে সব ডিভাইসে জেমিনি এআই আসবে এবং পুরনো অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি সরিয়ে দেওয়া হবে।
অন্যদিকে পুরনো স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট আর চলবে না। তাই যারা এই অ্যাসিস্ট্যান্টে অভ্যস্ত, তাদের হয় নতুন ডিভাইস কিনতে হতে পারে অথবা জেমিনি এআই ব্যবহার করতে হবে।

জেমিনাই কতটা উন্নত? কী সুবিধা পাবেন?

গুগলের দাবি, জেমিনি এআই আগের গুগল অ্যাসিস্ট্যান্টের চেয়ে অনেক বেশি স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। এটি শুধু সাধারণ ভয়েস কমান্ড গ্রহণ করবে না, বরং নানা রকম কাজ সম্পাদন করতে পারবে, যেমন— ইমেইল লেখা, অটো রিপ্লাই, রিয়েল-টাইম ট্রান্সলেশন, জটিল প্রশ্নের উত্তর এবং কাস্টমাইজড পরামর্শ দেওয়া।

গুগল আরও জানিয়েছে, জেমিনি এআই স্মার্ট হোম ডিভাইস, স্পিকার, স্ট্রিমিং ডিভাইস, গাড়ির সফটওয়্যার ও অন্যান্য সংযুক্ত ডিভাইসেও নতুন অভিজ্ঞতা আনবে। যদিও গুগল স্মার্ট হোম ডিভাইস নিয়ে আপাতত বেশি মনোযোগ দিচ্ছে না, তবে ভবিষ্যতে জেমিনি এআই-কে এসব ডিভাইসেও একীভূত করার পরিকল্পনা রয়েছে।

 কবে আসছে এই পরিবর্তন?

গুগল এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬ থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে। এর মানে, এবছরই নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গায় সরাসরি জেমিনি এআই আসবে।


এমআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, বললেন মামদানি Nov 06, 2025
img

সাদিক কায়েম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্টরা Nov 06, 2025
img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ড ও ফোডেনের দুর্দান্ত গোল, ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি Nov 06, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ব্রুজের মাঠে কোনোমতে হার এড়াল বার্সেলোনা Nov 06, 2025
img
আজারবাইজানি ক্লাবের সাথে ড্র করে পয়েন্ট হারাল চেলসি Nov 06, 2025
img
বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া Nov 06, 2025
img
রিয়ালের বিপক্ষে ট্যাকলে শতভাগ সফল ছিলেন ব্র্যাডলি! Nov 06, 2025