সোনা পাচার করা অভিনেত্রীকে নিয়ে বিধায়কের কুরুচিকর মন্তব্য

সোনা পাচার মামলায় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের গ্রেফতারি নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন কর্নাটকের বিজাপুরের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াৎনাল। তার কুরুচিকর মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়।

রানিয়া রাওকে নিয়ে বিজেপি বিধায়ক বলেছেন, ‘গোটা শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকিয়ে পাচার করছিলেন এই অভিনেত্রী।’

এই বিধায়কের দাবি, সোনাপাচারের সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও যুক্ত। বিধানসভায় তাদের নাম প্রকাশ্যে আনার হুমকিও দিয়েছেন তিনি।

পাতিল বলেন, “আমি বিধানসভার অধিবেশনে যে মন্ত্রীরা যুক্ত তাদের নাম বলব। আমার কাছে সমস্ত তথ্য আছে। কোথা থেকে সোনা কেনা হয়েছিল, কোথায় লুকনো হয়েছিল, কীভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে পাচারের চেষ্টা হচ্ছিল, কারা তাঁকে সাহায্য করেছেন, যারা সাহায্য করেছেন তাদের সঙ্গে অভিনেত্রীর কী সম্পর্ক– সমস্ত তথ্য আছে আমার কাছে। আমি বিধানসভা অধিবেশনে সব জানিয়ে দেব।”

রানিয়া রাওয়ের ‘শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকনো’ মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়। বিধায়কের মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, গত ৩ মার্চ, বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। এরপর অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী।

পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। সে সময় তিনি ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান।

যদিও পরে সোনা নিয়ে ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত হয়, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে।

এদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। আবার তদন্তকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রানিয়া। অভিনেত্রীর দাবি, তাকে মারধর করা হয়েছে। জোর করে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়েছে। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির Mar 18, 2025
img
‘জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে’ Mar 18, 2025
img
ইউক্রেনে সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাজ্য: রিপোর্ট Mar 18, 2025
img
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মার্কিন উদ্বেগের বড় জায়গা: তুলসী গ্যাবার্ড Mar 18, 2025
img
শক্তি দইয়ে ভেজাল, ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল Mar 18, 2025
img
চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা Mar 17, 2025
img
বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সিতে খেলতে চান হামজা Mar 17, 2025
img
রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যক্তি : এনবিআর চেয়ারম্যান Mar 17, 2025
img
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২ Mar 17, 2025
img
কিশোরের অশালীন অঙ্গভঙ্গি, মালাইকার প্রতিবাদ Mar 17, 2025