আইপিএলের উদ্বোধনীতে তারা থাকছেন মাঠে

ভারতীয় ক্রিকেট দল সদ্যই দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। ট্রফি নিয়ে দেশে ফিরতেই শুরু আইপিএলের আমেজ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আইপিএলের ১৮তম আসর শুরু হতে যাচ্ছে ২২ মার্চ থেকে। কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এবারের আসর।

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানের সন্ধ্যাকে রঙিন করতে প্রস্তুত বলিউড তারকারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইপিএলের উদ্বোধনীতে শাহরুখ খানের পাশাপাশি হাজির থাকতে চলেছেন সালমান খানও! এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তও সেদিন উপস্থিত থাকবেন ইডেন গার্ডেনে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান তার দল কেকেআর-এর সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচার করতে আসছেন। তাই আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা যে অত্যন্ত বিশেষ হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই অনুরাগীদের।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খানের মতো তারকারাও উপস্থিতি হতে পারেন বলে শোনা যাচ্ছে।

এর আগেই জানা গিয়েছিল, এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক ব্যান্ডটি করণ অউজলা এবং দিশা পাটানির সঙ্গে পারফর্ম করবে। অনুষ্ঠানে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকাও হাজির থাকবেন।

আরএ/এসএন

Share this news on: