ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালনা কমিটির পঞ্চম সভায় সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া প্রতিশ্রুতি দিয়েছেন, নাগরিক সেবার কার্যক্রম হয়রানিমুক্তভাবে চালিয়ে যেতে হবে, যাতে সেবাগ্রহীতারা কোনো ধরনের হয়রানির শিকার না হন।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত এই সভায় প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, নিয়মিত পরিচালনা কমিটির সভায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে নাগরিক সেবা প্রদান কার্যক্রমে গতিশীলতা এসেছে। তবে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার জনসাধারণদের নাগরিক সেবায় সবাইকে আরও বেশি কাজ করতে হবে। হয়রানিমুক্তভাবে সব সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চাই আমরা।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন