গৌরনদীতে আওয়ামী লীগ নেতা সৈকত গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার পিকলু গৌরনদী থানার অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একাধিক মামলার প্রধান আসামি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ মিয়া জানান, গ্রেফতার পিকলুকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

আরএইচ/টিএ

Share this news on: