ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ চার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার রাতে তিনি শহীদ ছয় বছরের শিশু জাবির ইব্রাহিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি শহীদ জাবির ইব্রাহিমের বাবা, মা, দাদী ও ভাইয়ের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
অন্যদিকে একই রাতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পিকআপভ্যান চালক রানা তালুকদারের পরিবারের সদস্যদের সঙ্গে তার উত্তরখানের বাসায় সাক্ষাৎ করেন জামায়াত আমির।
তিনি শহীদ রানা তালুকদারের মাতা, স্ত্রী ও একমাত্র সন্তানের সার্বিক খোজ-খবর নেন।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জামায়াত আমির আল্লাহর দরবারে শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
পরে তিনি ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর উত্তরখানের বাসায় সাক্ষাৎ করেন।
তিনি শহীদ জুবায়েরের বাবা এবং দুই সন্তানের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, সন্তানদের কাছে নিয়ে আদর-স্নেহ করেন ও পরিবারের সার্বিক খোজ-খবর নেন এবং শহীদ জুবায়েরের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এর আগে ইতিক্বাফ শেষে রবিবার সন্ধ্যায় জুলাই বিপ্লবে বীর শহীদ মীর মুগ্ধের বাসায় গিয়ে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
এসএন