বাইডেন -পুত্রের বিরুদ্ধে তদন্তকারী দুই কর্মকর্তাকে পদোন্নতি দিল ট্রাম্প প্রশাসন

মার্কিন রাজস্ব বিভাগের (আইআরএস) যে দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, তাঁদের নাম গ্যারি শাপলি ও জোসেফ জিগলার। হান্টারের বিরুদ্ধে কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন তাঁরা। অভিযোগ, পূর্বতন সরকারের আমলে প্রেসিডেন্টের পুত্রের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ‘সরকারি রোষের’ শিকার হয়েছিলেন গ্যারি ও জোসেফ। ২০২২ সালে হান্টারের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব থেকে তাঁদের সরিয়েও দেওয়া হয়েছিল।

ট্রাম্পের সরকার বুধবার গ্যারিকে সরাসরি আইআরএস উপপ্রধান করেছে। জোসেফকে পদোন্নতি দেওয়া হয়েছে ‘সিনিয়র উপদেষ্টা’ পদে। ট্রাম্প সরকারের অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য ওই দুই আধিকারিককে আরও এক বছর সময় দেওয়া হবে। ২০২১ সালে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই তাঁর পুত্র হান্টারকে ঘিরে নানা বিতর্ক হয়েছে। ২০১৮ সালে মাদক সেবন করে অবৈধ ভাবে বন্দুক কেনার অভিযোগে নাম জড়িয়েছিল বাইডেন-পুত্রের। ২০১৫-’১৬ সালে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন হান্টারের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন এবং কর ফাঁকির অভিযোগ উঠেছিল।

এফপি/টিএ 

Share this news on: