মুখ খুললেন আমিরের বোন,নতুন প্রেমিকা গৌরিকে মেনে নিয়েছে পরিবার

নতুন করে প্রেমে পড়েছেন বলিউডের আমির খান। সদ্য নিজের জন্মদিনের পার্টিতে নিজের লাস্যময়ী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন নায়ক। এরপর থেকেই তার প্রেমিকা গৌরি স্প্র্যাট বর্তমানে বলিউডের ‘টক অফ দ্য টাউন’।

এদিকে দিন কয়েক আগেই বাপের বাড়ি থেকে চোখে জল নিয়ে বের হতে দেখা যায় আমির খানের মেয়ে ইরা খানকে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই নানা জল্পনা। শোনা যায়, ষাট বছর বয়সে বাবার নতুন প্রেমিকা কিংবা বিয়েকে মেনে নিতে নারাজ ইরা। সে থেকে অনেকের অনুমান, আমিরের নতুন সম্পর্ক নিয়েই হয়তো পরিবারে অশান্তি!

এবার এমন জল্পনার মাঝে মুখ খুললেন আমিরের বোন নিখাত খান। জানালেন, বিষয়টি নিয়ে বরং তারা খুশি। নিখাতের কথায়, আমরা খুব খুশি আমির আর গৌরির জন্য। কারণ ওরা দুজনেই খুব ভালো মানুষ। আর আমাদের পরিবারের সকলেই চায় ওরা সারাজীবন একসঙ্গে ভালো থাকুক।

বুঝতে বাকি নেই, খান পরিবার যে গৌরিকে নিয়ে বেশ খুশি, সেটা স্পষ্ট করে দিলেন আমিরের বোন।

এদিকে বিচ্ছেদের পরও প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে আমিরের। কোনো মান-অভিমানের পালা নেই। একে-অপরের পাশে থাকেন। সেই পরিবারেরই হবু সদস্য হিসেবে তারা মেনে নিয়েছেন গৌরিকে।

এফপি/টিএ 

Share this news on: