দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত : সারজিস

আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীততে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। এ লড়াইকে ‘দ্বিতীয় অধ্যায়’ বলে উল্লেখ করেছেন তিনি।শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ লড়াইয়ে ঘোষণা দিয়েছেন সারজিস আলম।

ওই পোস্টে তিনি বলেন, ‘লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত।গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে।’
 
গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এনিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা।আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা।

এমআর/টিএ


Share this news on: