কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা প্রতীক দেখে ভোট দেবেন না। বরং কথা ও কাজের মিল রেখে যারা দেশ ও জনগণের জন্য কাজ করছে, তাদেরই ভোট দিন। শুধুমাত্র ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই দেশ এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, এতদিন নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের বিদ্যমান সিস্টেমে অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্ত্বরে পথসভায় এসব কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে সারজিস রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর নেমে পঞ্চগড়ের উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জে আসেন। আজ পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা শেষে তার নিজ উপজেলা আটোয়ারিতে ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।


এমআর/টিএ


Share this news on: