গত মৌসুমে প্রিমিয়ার লিগে স্মরণকালের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্টস টেবিলে ১৫তম স্থানে থেকে শেষ করা রেড ডেভিলরা চলতি দলবদলে স্কোয়াড ঢেলে সাজাচ্ছে। উলভারহ্যাম্পটন থেকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যাথিয়াস কুনিয়াকে দলে ভিড়িয়ে শুরু। এবার ইউনাইটেডের ক্রয় তালিকায় যুক্ত হলো ব্রায়ান এমবেউমোর নাম। বিশাল অঙ্কের অর্থ খরচ করে এই ক্যামেরুনিয়ান উইঙ্গারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ম্যান ইউনাইটেড।
এবারের দলবদলের উইন্ডো শুরু হওয়ার পর থেকেই ব্রায়ান এমবেউমোর নামে গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্রেন্টফোর্ডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই উইঙ্গারকে নাকি দলে ভেড়ানোর চেষ্টা করছে ইউনাইটেড। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে। এমবেউমোকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
ইএসপিএন জানিয়েছে, ব্রেন্টফোর্ড থেকে এমবেউমোকে দলে ভেড়াতে ম্যান ইউনাইটেডকে ৭০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১৪৩ কোটি ৭১ লাখ টাকা) খরচ করতে হয়েছে। ২৫ বছর বয়সী এই ক্যামেরুনিয়ান চলতি মৌসুমে রেড ডেভিলদের দ্বিতীয় সাইনিং। এর আগে উলভারহ্যাম্পটন থেকে স্ট্রাইকার ম্যাথিয়াস কুনিয়াকে দলে ভিড়িয়েছে তারা।
যুক্তরাষ্ট্রে ইউনাইটেডের প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে অভিষেক হতে পারে এমবেউমোর। ৩টি প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে রেড ডেভিলরা। সেখানে শিকাগো, নিউ ইয়র্ক ও আটলান্টায় ম্যাচগুলো খেলবে তারা।
ব্রেন্টফোর্ডে ছয় বছরের ক্যারিয়ারে ২৪২ ম্যাচে ৭০ গোল ও ৫১টি অ্যাসিস্ট করেছেন ২৫ বছর বয়সী এমবেউমো। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচে ২০ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন ফ্রান্সে জন্ম নেয়া ক্যামেরুন জাতীয় দলের এই তারকা।
ইসপিএন জানিয়েছে, এমবেউমোকে দলে ভেড়াতে বেশ কিছুদিন থেকেই দর কষাকষি করছিল ইউনাইটেড। তবে ব্রেন্টফোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, এমবেউমোকে পেতে কুনিয়ার জন্য খরচ করা ৬২.৫ মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি খরচ করতে হবে। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, এই দর কষাকষির এক পর্যায়ে এমবেউমোর ক্লাবের আচরণে হতাশ হয়ে পড়েছিল ইউনাইটেড।
এবারের দলবদলে নিউক্যাসল ইউনাইটেড, টটেনহ্যাম, আর্সেনাল ও চেলসি এমবেউমোকে দলে ভেড়ানোর লড়াইয়ে ছিল।
এমবেউমো ২০২১ পর্যন্ত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও সিনিয়র দল হিসেবে বেছে নিয়েছেন পূর্বপুরুষের দেশ ক্যামেরুনকে। আফ্রিকার অদম্য সিংহদের হয়ে ২২ ম্যাচে ৬ গোল করেছেন এই উইঙ্গার।
এমআর/টিকে