সিনেমা করতে না চাওয়া সেই ম্রুণাল এখন তেলেগুর সুপারস্টার

ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। বলিউডে ‘লাইফ স্টাইল’ এবং ‘জার্সি’র মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। আবার তেলেগু সিনেমাতেও পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। সেখানে ‘সীতা রামম’ এবং ‘হাই নান্না’ সিনেমায় কাজ করাটা তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে মজার বিষয় হচ্ছে, তেলেগু সিনেমায় কাজ করতে রাজিই ছিলেন না ম্রুণাল। তার আগ্রহই ছিল না দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে!
 
মৃণাল তার ‘সীতা রামম’ সিনেমায় দুলকার সালমানের সঙ্গে অভিনয় করেন। ২০২২ সালে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বড় হিট হয়ে ওঠে ছবিটি। বিশ্বব্যাপী ১০০ কোটি রুপিরও বেশি আয় করে তেলেগু সিনেমার ইতিহাসে নবম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবেও পরিচিত। আর ছবিটির গল্প ও অভিনয় নিয়ে আলোচনা হয়েছে দেশে দেশে।

২০২৩ সালে ম্রুণাল অভিনয় করেন ‘হাই নান্না’ সিনেমায়। সেখানে তিনি সুপারস্টার নানির বিপরীতে অভিনয় করেন। এই সিনেমাটিও ৭৪ কোটি রুপি আয় করে নেয়। মূলত দুটি ছবিই তেলেগু দর্শকদের মধ্যে ম্রুণালের জনপ্রিয়তা অনেক বেশি বাড়িয়ে তোলে। এখন তার কাছে অনেক তেলেগু সিনেমার প্রস্তাব রয়েছে।
 
তবে ম্রুণাল ঠাকুর এক সময় তেলেগু সিনেমায় কাজ করতে একদমই আগ্রহী ছিলেন না। দুলকার সালমানই তার ভাগ্য বদলে দিয়েছে। একটি পুরনো সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন এই কথা। তিনি বলেন, ‘কখনো ভাবিনি তেলেগু সিনেমায় কাজ করব। দুলকার সালমানের সঙ্গে আলোচনা করেছিলাম যে, তেলেগু সিনেমার প্রতি আমার কোনও আকর্ষণ ছিল না। অথচ এখানেই আমি সবচেয়ে বেশি সাফল্য পেলাম।’

ম্রুণাল আরও জানান, তিনি যখন প্রথম ‘সীতা রামম’ সিনেমার অফার পান তখন তার মনে দ্বিধা কাজ করছিল। কারণ তিনি তেলেগু সিনেমার প্রতি খুব একটা আগ্রহী ছিলেন না। তবে দুলকার সালমান তাকে উৎসাহিত করেন এবং বলেন, এটি তার জন্য এক নতুন সুযোগ হতে পারে। দুলকারের পরামর্শেই তিনি সেই সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। বাকিটা ইতিহাস।
 
ম্রুণাল ঠাকুর এখন তেলেগু সিনেমার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তার পরবর্তী সিনেমাগুলোর জন্য দর্শক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের রেশন দেওয়ার সুপারিশ Mar 29, 2025
img
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে গাউন পরতে সাহায্য করলেন শিক্ষার্থীরা Mar 29, 2025
img
২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে: এ্যানি Mar 29, 2025
img
গণপরিষদ কেন দিতে হবে, দেশ কি বিচ্ছিন্ন হয়েছিল: রিজভী Mar 29, 2025
img
চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক Mar 29, 2025
img
দুই মাধ্যমে বুবলী Mar 29, 2025
img
সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে Mar 29, 2025
img
মায়ানমারে রাস্তা ফুঁড়ে জলের মতো বেরোচ্ছে তরল মাটি Mar 29, 2025
img
ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম Mar 29, 2025
জেলা প্রশাসক বাংলোয় মিলল মাটিতে পুঁ'তে রাখা ব্যালট Mar 29, 2025