অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সামান্য সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল শুক্রবার ক্যানবেরার পার্লামেন্ট হাউস থেকে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটের এ তারিখ ঘোষণা করেন। খবর বিবিসির।
দেশটিতে প্রতি তিন বছর পর পর নিম্নকক্ষের ভোট হয়।
ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানা গেছে একাধিক জনমত জরিপে।
বিভিন্ন জনমত জরিপে দেশটির দুই প্রধান দলের মধ্যে একেবারে সামান্য ব্যবধান দেখা গেছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে যেকোনো দলের ১৫০টি আসনের মধ্যে অন্তত ৭৬টি জিততে হবে। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে গড়তে হবে জোট সরকার।
এবার অবশ্য জোট সরকারের সম্ভাবনা বেশি।
সে ক্ষেত্রে বড় দলগুলোকে ছোট ছোট দল ও স্বতন্ত্র এমপিদের সঙ্গে কাজ করতে হবে। গতবার ছোট দলগুলো এবং স্বতন্ত্র এমপিরা মিলে যে ভোট পেয়েছিলেন, তা অনেককেই চমকে দিয়েছে।
এসএন