ছবি সাফল্য না পেলে পারিশ্রমিক নেন না, অক্ষয় কুমার

তিনি সবসময়েই হাঁটেন অন্য পথে। যেখানে বিভিন্ন নায়কেরা কোটি কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এক একটা ছবি করার জন্য, সেখানে তিনি হাঁটেন একেবারেই অন্য রাস্তায়। সদ্য অক্ষয় কুমারকে নিয়ে মুখ খুললেন পৃথ্বীরাজ সুকুমারণ। তিনি জানিয়েছেন, অক্ষয় কুমার এতটাই মাটির কাছাকাছি থাকা মানুষ। তিনি ছবির প্রযোজকের কথাও খুব ভাবেন।

সম্প্রতি পৃথ্বীরাজ সুকুমারণ বলেছেন, অক্ষয় কুমার সেলফি সিনেমার জন্য পয়সা নেননি। তাঁর কথায়, 'আমি অক্ষয় কুমারের একটি ছবি প্রযোজনা করেছিলাম। কিন্তু সেই সময়ে উনি ছবিটি করার জন্য একটা পয়সাও নেননি। তিনি বলেছিলেন, যদি ছবিটি আদৌ উপার্জন করে, তখন তিনি নিজের পয়সাটা নেবেন। আর যদি ছবিটি ভালভাবে না চলে, উপার্জন না করে, তাহলে তিনি কোনও অর্থই নেবেন না।।'

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শো-তে এসেছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সেখানেই তাঁরা বলেন, এখন ইন্ডাস্টির অনেকেই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টের দিকে ঝুঁকেছেন। কী এই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্ট? এই এগ্রিমেন্টে বলা হয় যদি ছবি সাফল্য পায়, লাভের মুখ দেখে তাহলে সেই লাভের থেকে এক ভাগ নেবেন অভিনেতা। তবে যদি ছবি সাফল্য়ের মুখ না দেখে তাহলে অভিনেতা কিছুই পাবেন না। এই ধরণের এগ্রিমেন্টে প্রযোজকের চিন্তা কম থাকে। আর সেই কারণেই বর্তমানে বলিউডের অনেকেই ঝুঁকছে এই এগ্রিমেন্টের দিকে।

সদ্যই, একটি ছবি নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অক্ষয় কুমার। আর সেই কটাক্ষ করেছিলেন খোদ জয়া বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, 'কেবল ছবির নাম হিসেবেই দেখা যাক। এটা কোন ছবির নাম নাকি.. 'টয়লেট-এক প্রেম কথা'! এই নামের ছবি তো আমি কোনোদিন নিজে গিয়ে দেখব ও না। দর্শক কি আদৌ এই ধরনের নামের কোনও ছবি দেখতে চাইবেন? অনেকজন মানুষের মধ্যে হয়তো জনাচারেক লোক এই ছবিটা গিয়ে দেখতে চাইবেন। ছবিটি তো একেবারে ফ্লপ!' অথচ বক্সঅফিসে এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখন বেশ ভালই ব্যবসা করেছিল। জয়া বচ্চনের এই কথার কোনও উত্তর দেওয়া হয়নি অক্ষয়ের টিমের তরফ থেকে। অভিনেতা নিজেও এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে নেটিজেনদের একাংশের মোটেই মনে ধরেনি জয়া বচ্চনের এই মতামত। জয়া বচ্চনকে পাল্টা উত্তর দিয়েছেন এই ছবির সহ প্রযোজক প্রেরণা আরোরা।

এফপি
 

Share this news on:

সর্বশেষ

img
শাকিবকে ‘শ্রেষ্ঠ বাবার’ উপাধি দিলেন অপু বিশ্বাস Apr 01, 2025
img
“অবসর” ধারণাটি নিজেই অবসরপ্রাপ্ত হওয়া উচিত: ড. ইউনূস Apr 01, 2025
img
মহাখালীতে আজও ঘরমুখো যাত্রীর ভিড়, ঢাকা ফিরছে খালি বাস Apr 01, 2025
img
গাবতলীতে ভিড়, বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ Apr 01, 2025
img
হঠাৎ গুলশান থানায় শাকিবের ‘বরবাদ’ সিনেমার প্রযোজক ও পরিচালক Apr 01, 2025
img
রেস্টুরেন্টে খেতে গেলেও ব্যাগে যে খাবার নিয়ে যান সুস্মিতা সেন Apr 01, 2025
img
লেবানন ও ইয়েমেনে একযোগে বোমা হামলা, নিহত ৩ Apr 01, 2025
img
এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড় Apr 01, 2025
img
‘সিগনালগেট’ ইস্যুতে তদন্তের দরজা বন্ধ করল হোয়াইট হাউস Apr 01, 2025
img
তলবেও ফেরেননি অনেক কূটনৈতিক, কয়েকজন আশ্রয় নিয়েছেন তৃতীয় কোনো দেশে Apr 01, 2025