২০০৮ সালে গোপনে বিয়ে করেন মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। কলকাতায় তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় এ তারকা জুটির। তাদের বিচ্ছেদ হলেও বাবার দায়িত্ব পালন করতে কখনও ভুলে যাননি শাকিব খান।
তাই তো ঈদ আনন্দ উৎসবে ছেলেকে সময় দিতে ভুলে যাননি তিনি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্যরকম বন্ধন। অপু বিশ্বাসের শেয়ার করা ছবিতেই দেখা যায় বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস শাকিব-আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছে, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’
তার কথায়, ‘কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করলো। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করলো। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’
এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক অনেক, শুভ কামনা তোমাদের জন্য।’
এসএন