সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস পাচারের সময় বন বিভাগের অভিযানে ধরা পড়ে একদল শিকারি। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা নৌকা ফেলে খালে ঝাঁপ দিয়ে গভীর বনে পালিয়ে যায়। পরিত্যক্ত নৌকায় অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবনের মায়ের খাল এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ জানায়, কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা টহলের সময় একটি সন্দেহজনক নৌকা দেখতে পান। কাছে যেতেই দুই ব্যক্তি পালিয়ে যায়। নৌকাটি তল্লাশি করে মাংস উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হরিণ শিকারিরা সাধারণত জেলের ছদ্মবেশে মাছ ধরার অনুমতি নিয়ে বনে প্রবেশ করে। এরপর তারা জালের দড়ি ব্যবহার করে হরিণ ধরার ফাঁদ তৈরি করে। ফাঁদে আটকা পড়ার পর বনের ভেতরেই মাংস কাটে এবং পরে তা লোকালয়ে পাচার করে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, হরিণ শিকারের বিষয়ে বন বিভাগ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং শিকারিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বন বিভাগ ও পুলিশের তথ্য অনুযায়ী, সুন্দরবন অঞ্চলে প্রায় ৩০টি চক্র হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত। চলতি অর্থবছরে এ পর্যন্ত ৭৫৭ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে এবং ৩৬টি মামলা করা হয়েছে।
এফপি/ এস এন