৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

পটুয়াখালীর বাউফলে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিমন সিকদার (৩১) ও যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকার (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলাধীন আদাবাড়িয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক রিমন সিকদার ও যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হলো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক বলেন, এ বিষয়ে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তদন্ত করেছেন। অভিযুক্তরা হয়তো দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণেই বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি ।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ মার্চ) দুপুরে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় একটি পেট্রোলবাহী লরি থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে রিমন সিকদার ও লিটন খন্দকারের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ বশার অভিযোগ করেন, লরি নিয়ে বাজার এলাকায় পৌঁছালে লিটন খন্দকার তাকে বাকিতে পেট্রোল সরবরাহ করতে বলেন। সৌরভ বশার এতে রাজি না হলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ১০ লাখ টাকা চাঁদা দিতে বলেন এবং পরে নগদ ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

এ ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির হাইকমান্ডের নজরে আসে। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ নেন কেন্দ্রীয় নেতারা।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
গৃহবধূকে উত্যক্তের জেরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ Apr 01, 2025
img
জামায়াত নেতা ড. মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা! Apr 01, 2025
img
পায়ে ব্যথার কারণ হতে পারে জুতার ভুল সাইজ Apr 01, 2025
img
লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ Apr 01, 2025
img
জুলাই অভ্যুত্থানের শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার Apr 01, 2025
img
৭ সপ্তাহের জন্য মাঠের বাইরে হালান্ড Apr 01, 2025
img
লন্ডনে ঈদের নামাজে পলাতক সাবেক মন্ত্রী হাছান মাহমুদ Apr 01, 2025
img
ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস Apr 01, 2025
img
মা, ভাই ও বোনের অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন প্রকৌশলী Apr 01, 2025
img
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর Apr 01, 2025