পাঁচ আগস্টের পর নয়, সিটি নির্বাচনের পরই মামলা হয়েছিল: ইশরাক

২০২০ সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনের করা মামলার রায়ে তাকে জয়ী ঘোষণা করেছে আদালত।

এ ব্যাপারে ইশরাক বলেছেন, কিছু মানুষ তথ্যের ঘাটতির কারণে এই রায়কে ভুল ভাবছেন। আদালতে ন্যায় বিচার পেয়েছি মন্তব্য করে তিনি বলেন, এই মামলা করা হয়েছিল সিটি নির্বাচনের পর। যারা ভাবছেন পাঁচ আগস্টের পর এই মামলা করা হয়েছে, সেটা ভুল।

শুক্রবার (২৮ মার্চ) ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা-ভ্যান ও অটো চালকদের মধ্যে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

এসময় ইশরাক বলেন, বিএনপির সদস্য দেখে ন্যায় বিচার চেয়ে অপরাধী করা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর শুধুমাত্র বিএনপির কর্মী হওয়ার জন্য ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারি না। রায় আরও আগে হওয়ার কথা ছিল। এই রায় একটা উদাহরণ। দলীয় সিদ্ধান্ত পেলে দায়িত্ব নেবো।

এফপি/টিএ

Share this news on: