আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এক গুচ্ছ ছবি। এরইমধ্যে ছবিগুলোর টিজার, গান ও পোস্টার নজর কেঁড়েছে সিনেমাপ্রেমীদের। এবারের ঈদে আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে শাকিব খানের— ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’।
ঈদের আগেই ‘কিং খান’-এর জীবনে বইছে খুশির জোয়ার। আজ শুক্রবার ২৮ মার্চ অভিনেতার বিয়াল্লিশ তম জন্মদিন। শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেতার সহকর্মী ও শুভাকাঙ্খীরা। দীর্ঘদিন টলিউডে কাজের সুবাদে ভারতেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার অভিনেতার জন্মদিনে প্রশংসায় ভাসালেন ‘অন্তরাত্মা’ ছবির নায়িকা টলিউড অভিনেত্রী দর্শনা বণিক।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক স্বাক্ষাৎকারে শাকিবের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘শাকিব খুব ভালো মনের মানুষ। তিনি যে এত বড় মাপের একজন তারকা, সেটা আমাকে বুঝতেই দেননি। তার সঙ্গে কাজ করতে গিয়ে এই ছবিতে একাধিক স্মৃতি তৈরি হয়েছে। তবে আলাদা করে মনে রয়ে গিয়েছে তা হল শাকিবের তারকাসত্তা।’
দর্শনা যোগ করেন, ‘খুব মাটির মানুষ। শুটিং সেটে আসলেই সবাইকে হাসি-মজায় মাতিয়ে রাখতেন। বাংলাদেশের মানুষের অতিথি আপ্যায়নের কোনো তুলনা হয় না। সবাই খুব আন্তরিক ছিলেন। শাকিবের মতো ভালো মনের মানুষ দুটো হয় না। তাই জন্মদিনে একটাই কামনা, আরও ভালো কাজ করুক। খুব ভালো থাকুক শাকিব।’
বলে রাখা ভালো, আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’য় শাকিবের বিপরীতে দেখা যাবে টলিপাড়ার অভিনেত্রী ও মডেল দর্শনা বণিকে। এই ছবিতেই ঢালিউড সুপারস্টারের সঙ্গে প্রথম অভিনয়। ২০২১ সালে বাংলাদেশের পাবনা জেলায় ছবির শুটিং হয়। চার বছর আগের এ ছবি হঠাৎ প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণায় অবাক হয়েছেন সিনেমাপ্রেমীরা।
এই ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান – জাকের, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস, এস. এম. মহসিন, মারুফ খান প্রমুখ।
এমআর/টিএ