আর মাঝে মাত্র কয়েকটি দিন। তারপরই এক বছর গ্যাপ দিয়ে ফের বড় পর্দা কাঁপাতে প্রস্তুত সলমন খান। সিকান্দর ছবিটি মুক্তি পাওয়ার আগেই ভাইজান জ্বরে কাবু দেশ। গগনচুম্বী হয়েছে টিকিটের দাম।
একাধিক বড় বড় শহরে চড়চড় করে বাড়ছে সিকান্দর ছবিটির টিকিটের দাম। কোথাও কোথাও তো মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদা দেখে দাম ২০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে! তাই বলে সিঙ্গল স্ক্রিন বিশেষ পিছিয়ে নেই। সেখানেও টিকিটের দাম ৭০০ ছাড়িয়েছে। ফলে দর্শকরা, সলমন অনুরাগীরা যে এই ছবির জন্য কীভাবে মুখিয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না।
গত বৃহস্পতিবার, ২৭ মার্চ থেকে শুরু হয়েছে সিকান্দর ছবিটির অ্যাডভান্স বুকিং। বুক মাই শোতে বৃহস্পতিবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের হলে টিকিট কাটা যাচ্ছে এই ছবির জন্য।
মুম্বইয়ের দাদর এলাকার প্লাজা সিনেমায় বিকেলের শোয়ের রেকলাইনার সিটের টিকিটের দাম ৭০০ টাকা অবধি পৌঁছে গিয়েছে। সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে এই দাম যে অনেকটাই বেশি সেটা বলাই বাহুল্য সে যতই মুম্বইয়ের মতো জায়গা হোক না কেন। সিঙ্গল স্ক্রিন মূলত তাঁরাই যেতে পছন্দ করেন যাঁরা কম দামের টিকিটে সিনেমা দেখতে চান।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো যতই কিছু জায়গায় এমন অস্বাভাবিক ভাবে টিকিটের দাম বেশি হোক দিল্লির কিছু জায়গায় আবার সিঙ্গল স্ক্রিনের টিকিটের দাম ৯০ থেকে ২০০ টাকার মধ্যে আছে।
তবে মাল্টিপ্লেক্সগুলোতে তরতরিয়ে বাড়ছে টিকিটের দাম। মুম্বইয়ে ডিরেক্টরস কাট বা লাক্স টিকিটগুলো ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। দিল্লিতে সেই অঙ্কটা ১৬০০ থেকে ১৯০০ এর মধ্যে। বিশেষ পিছিয়ে নেই কলকাতা বা চেন্নাইও।
‘সিকান্দার’ ছবির অগ্রিম বুকিং সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি এনসিআর, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত বুকিং হয়েছে ১ কোটি ৭০ লাখ রুপির টিকিট, যা দিল্লিতে ১ কোটি ৪০ লাখ রুপি।
এসএম