নিজের নামের হাত ঘড়ি আনলেন সালমান খান!

বলিউড সুপারস্টার সালমান খানের জন্য বিশেষভাবে একটি ঘড়ি তৈরি করেছে আমেরিকার বিলাসবহুল অলঙ্কার ও ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কো।

বিশ্বখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাধারণত খেলার জগতের কিংবদন্তি ব্যক্তিত্বদের জন্য বিশেষ নকশার ঘড়ি তৈরি করে থাকে, যা নির্দিষ্ট খেলোয়াড়দের নামে নামকরণ করা হয় এবং সীমিত পরিমাণে উৎপাদন করা হয়। একবার বিক্রি হয়ে গেলে এই ঘড়িগুলোর পুনরায় কেনার সুযোগ থাকে না, ফলে এগুলো বিরল এবং সংগ্রহযোগ্য বলে বিবেচিত হয়। যেমন, সম্প্রতি সুইস নির্মিত রাফায়েল নাদালের নামে তৈরি একটি ঘড়ি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ড্যর হাতে দেখা গিয়েছিল, যার মূল্য ছিল প্রায় ৭.৫ কোটি টাকা। এবার সেই তালিকায় যুক্ত হলো সালমান খানের নাম।

জেকব অ্যান্ড কো এর আগেও বিশেষ উপলক্ষ্যে একাধিক বিলাসবহুল ঘড়ি তৈরি করেছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময় তারা "রাম জন্মভূমি টাইটেনিয়াম এডিশন টু" নামে একটি ঘড়ি বাজারে এনেছিল। এবার তারা বলিউড তারকা সালমান খানের জন্য এক অনন্য ডিজাইনের ঘড়ি তৈরি করেছে।

ঘড়িটির বিশেষত্ব এর ডায়ালে—যেখানে রয়্যাল ব্লু রঙের পটভূমিতে উজ্জ্বল তামাটে বর্ণে বিশ্বের মানচিত্র খোদাই করা হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের গেরুয়া ও সবুজ রঙ, যা জাতীয় পতাকার প্রতীক। এই ঘড়িতে দুটি টাইম জোন ট্র্যাক করার সুবিধা থাকবে, পাশাপাশি থাকবে একটি কম্পাসও।

জেকব অ্যান্ড কো-র প্রতিষ্ঠাতা জেকব আরাবোর সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। সামাজিক মাধ্যমে ঘড়ির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "এই ঘড়ির সর্বত্র সালমানের ছোঁয়া রয়েছে। এর ডায়ালের পেছনে সালমানের নাম খোদাই করা থাকবে, আর ছয় সংখ্যার ঘরে লেখা থাকবে ‘SK’। এছাড়া, ঘড়ির প্যাকেজিং বক্সটি ফিরোজা রঙের হবে—যে রঙের পাথর সালমানের ব্রেসলেটে দেখা যায়।"

সালমান নিজেও এই ঘড়ি পরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তবে ঘড়িটির মূল্য এখনো প্রকাশ করা হয়নি।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
আরও ৫৭ হাজার কোটি টাকা আদায়ে চাপ দিচ্ছে আইএমএফ Apr 03, 2025
img
ফেনীতে রমজানে নিখোঁজ হওয়া ৩১ কিশোর-কিশোরীর মধ্যে ২৪ জন উদ্ধার Apr 03, 2025
img
গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি, মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে Apr 03, 2025
img
স্থানীয়দের দেওয়া আগুনে পুড়ছে টাঙ্গাইলের শাল গজারী বন Apr 03, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা Apr 03, 2025
img
সামরিক শক্তিতে বাংলাদেশের পেছনে থেকেও মার্কিন যুদ্ধবিমান পাচ্ছে যে দেশ Apr 03, 2025
img
ত্রিপুরায় ৮৯৪ কোটি টাকার বাংলাদেশি পণ্যের রপ্তানি Apr 03, 2025
img
হাইকোর্টের রায়ে স্থানীয় জনগণ ৩০ বছর পর পুকুর ব্যবহারের অনুমতি পেল Apr 03, 2025
img
আগামীকাল ড. ইউনূস ও নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন Apr 03, 2025
img
পণ না পেয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে দেয়নি স্বামী, ৪ দিন ধরে গেটে বসা স্ত্রী Apr 03, 2025