মায়ানমারে ধর্মীয় উপাসনাগৃহ ভেঙে অন্তত বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে প্রশাসনিক সূত্রে খবর। পাশাপাশি ভূমিকম্পের পর ব্যাঙ্ককে নিখোঁজ বহু। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
পরপর ভূমিকম্পে মায়ানমার, তাইল্যান্ডে মৃত্যুমিছিল। শিউরে ওঠার মতো ছবি ব্যাঙ্ককে। তড়িৎগতিতে বাড়ছে মায়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা । কাল রাত অবধি যে সংখ্যাটা ছিল ১৪৪, শনিবার সকালের রিপোর্ট বলছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৪। গুরুতর আহত ১৬৭০ জন। ক্ষমতাসীন সেনাবাহিনীর এক বিবৃতিকে সূত্র হিসেবে উদ্ধৃত করে শনিবার সে দেশের গণমাধ্যম জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৪ জন। খবর রয়টার্স সূত্রে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১০,০০০ মানুষের মৃত্যু হতে পারে
মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়ে থাইল্যান্ড, বাংলাদেশ, চিন এবং ভারতেও। বিভিন্ন দেশে কম্পন অনুভূত হয়। তাইল্যান্ডেও ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১০০ জনেরও বেশি নিখোঁজ সেখানে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS-এর অনুমান, এই ভূমিকম্পের ফলে শুধুমাত্র মায়ানমারেই ১০,০০০ মানুষের মৃত্যু হতে পারে।
ক্ষয়ক্ষতির পরিমাণ
শুক্রবার সকাল ১১:৫০ মিনিটে মায়ানমার এবং থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় । এমন তীব্রতা, ২ শতকে দেখেনি মায়ানমার। ২০০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প হতে পারে এটি, বলছে তীব্রতা ও ক্ষয়ক্ষতির রেকর্ড। কম্পনের তীব্রতা ছিল এতটাই যে, প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে তাইল্যান্ডেও কাঁপতে থাকে হোটেল থেকে একাধিক বাসভবন। ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। সুউচ্চ বহুতলের ওপরে থাকা সুইমিং পুল থেকে উপচে পড়ে জল। মায়ানমারে ধর্মীয় উপাসনাগৃহ ভেঙে অন্তত বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে প্রশাসনিক সূত্রে খবর।
পাশাপাশি ভূমিকম্পের পর ব্যাঙ্ককে নিখোঁজ বহু। মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
ভারতের সাহায্য
মায়ানমার একে গৃহযুদ্ধবিধ্বস্ত, তার উপর এই ভূমিকম্প। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতির একদিন পর শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর জানান, ভারত মায়ানমারে সহায়তার জন্য C-130 সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে। তাতে রয়েছে চিকিৎসার সরঞ্জাম, কম্বল, খাবারের পার্সেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই বিমানের সঙ্গে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে। রয়েছে মেডিকেল টিমও । ভারতের আশ্বাস, আরও সাহায্যের ব্যবস্থা করা হবে। গতকালই ভূকম্প বিধ্বস্ত মায়ানমার ও তাইল্যান্ডের পাশে থাকার বার্তা দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'মায়ানমার ও তাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় আমি চিন্তিত। প্রত্যেকের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি'
এফপি/এস এন