দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা নিয়ে কী ভাবেন রাশমিকা?

রাশমিকা মান্দানাকে বলা হয় ভারতের জাতীয় ক্রাশ। বিশেষত তার সরল হাসি সবাইকে মোহিত করে। শুধু হাসিই নয়, তার অভিনয়েও মুগ্ধ সিনেমাপ্রেমীরা। তিনি দক্ষিণি সিনেমার অভিনেত্রী হলেও এখন সমালতালে বলিউডে কাজ করছেন।

রণবীর কাপুর থেকে শুরু করে ভিকি কৌশল, সালমান খানের সঙ্গেও কাজ করেছেন। রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’-এর পর ভিকির সঙ্গে ‘ছাভা’ বক্স অফিসের বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। এখন সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমা দর্শক কীভাবে নেয়, তার জন্য অপেক্ষা করছেন।

এআর মুরুগাদোস পরিচালিত এই সিনেমাটি রবিবার (৩০শে মার্চ) মুক্তি পেয়েছে।

রাশমিকা মান্দান্না বলিউডে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলেও, দক্ষিণি ইন্ডাস্ট্রিতে তার প্রতিযোগীদের সম্পর্কে তিনি সবসময় সচেতন। সেখানেও তাকে অনেক দুর্দান্ত অভিনেত্রীদের সঙ্গে টক্কর দিতে হয়।
দক্ষিণি সিনেমার এই প্রতিযোগিতা থেকে তিনি আবার এসেছেন বলিউডের সিনেমায়। সেখানেও বলি অভিনেত্রীদের সঙ্গে তাকে পাল্লা দিয়েই টিকে থাকতে হচ্ছে এবং এতে তিনি এখন পর্যন্ত সফল।

এ বিষয়ে রাশমিকা বলেন, “আমি একটি বইতে এই উক্তিটি পড়েছিলাম যে, ‘একজন তারকা হিসেবে আপনাকে অভিনেতা থেকে যা আলাদা করে তা হল, আপনার পছন্দ।’ বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করা আমার পছন্দ। যেমন,কন্নড়, তেলেগু, তামিল, হিন্দি এবং পরবর্তিতে আমি একটি মালয়ালম সিনেমাও করতে চাই। আশা করি, আমি সেই সুযোগ পাবো।”

দক্ষিণি ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাকে তিনি কীভাবে দেখেন, এই প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘আপনি কাজের চ্যালেঞ্জকে প্রতিযোগিতা বলতে পারেন,কিন্তু আমি তেমনটা মনে করি না। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আর যদি সেটা হয়ও, সেটা খারাপ কিছু নয়। এটা আপনাকে এগিয়ে নিতে সাহায্য করে।’

বলা দরকার, ‘সিকান্দার’ সিনেমায় রাশমিকা এবং সালমানের একসঙ্গে কাজ করা নিয়ে অনেকে ট্রল করেছেন। কারণ, তাদের মধ্যকার বয়সের ফারাক। তবে এসব কথা গায়েই মাখছেন না এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) এই সিনেমার একটি প্রেমের গান, ‘হাম আপকে বিনা’ প্রকাশিত হয়েছে। গানটিতে সালমান ও রাশমিকার রোম্যান্টিক রসায়ন দর্শকদের মন কেড়ে নিয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আসছে নতুন স্পাইডার-ম্যান সিনেমা, জানা গেল মুক্তির তারিখ Apr 01, 2025
img
শাকিবকে ‘শ্রেষ্ঠ বাবার’ উপাধি দিলেন অপু বিশ্বাস Apr 01, 2025
img
“অবসর” ধারণাটি নিজেই অবসরপ্রাপ্ত হওয়া উচিত: ড. ইউনূস Apr 01, 2025
img
মহাখালীতে আজও ঘরমুখো যাত্রীর ভিড়, ঢাকা ফিরছে খালি বাস Apr 01, 2025
img
গাবতলীতে ভিড়, বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ Apr 01, 2025
img
হঠাৎ গুলশান থানায় শাকিবের ‘বরবাদ’ সিনেমার প্রযোজক ও পরিচালক Apr 01, 2025
img
রেস্টুরেন্টে খেতে গেলেও ব্যাগে যে খাবার নিয়ে যান সুস্মিতা সেন Apr 01, 2025
img
লেবানন ও ইয়েমেনে একযোগে বোমা হামলা, নিহত ৩ Apr 01, 2025
img
এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড় Apr 01, 2025
img
‘সিগনালগেট’ ইস্যুতে তদন্তের দরজা বন্ধ করল হোয়াইট হাউস Apr 01, 2025