টম হল্যান্ড আবারও স্পাইডার-ম্যান চরিত্রে ফিরছেন। তার চতুর্থ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে— ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই ২০২৬ সালে।
সিনেমাকন ২০২৫-এ পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন এ ঘোষণা দেন। টম হল্যান্ড ভিডিও বার্তায় সিনেমাটিকে ‘একটি নতুন শুরু’ বলে উল্লেখ করেন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ পিটার পার্কার নিজের পরিচয় বিসর্জন দেন, এবং নতুন সিনেমাটি সেই ঘটনার পর কী ঘটেছে, তা দেখাবে।
এই বছরের গ্রীষ্মে ছবির শুটিং শুরু হবে। পরিচালক ক্রেটন বলেন, ‘প্রতিদিন আমরা স্পাইডার-ম্যানের স্যুট, তার ওয়েব সুইং করা এবং আবেগপূর্ণ গল্প তৈরির ব্যাপারে আলোচনা করছি।’
তিনি আরও জানান, তার এক বছরের ছেলের প্রথম কথা ছিল ‘স্পাইডার-ম্যান’। তিনি বলেন, ‘এটি হয়তো একটু তাড়াতাড়ি মগজধোলাই করার মতো শোনাতে পারে, তবে এই চরিত্রের প্রতি মানুষের ভালোবাসা অসাধারণ।’
অন্যদিকে, বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: বিয়ন্ড দ্য স্পাইডার-ভার্স’ মুক্তি পাবে ৪ জুন ২০২৭ সালে। ছবিতে শামিক মুর মাইলস মোরালেসের চরিত্রে এবং হেইলি স্টেইনফেল্ড গওয়েন স্টেসির চরিত্রে কণ্ঠ দেবেন।
প্রযোজক ফিল লর্ড বলেছেন, ‘এই সিনেমাও আগের দুইটির মতো অ্যানিমেশনের নতুন মাত্রা সৃষ্টি করবে।’ ছবির কাহিনি দ্বিতীয় সিনেমার ক্লিফহ্যাঙ্গার শেষের পর থেকেই শুরু হবে, যেখানে মাইলস তার সমান্তরাল বিশ্বের খলনায়ক সংস্করণের (প্রাওলার) মুখোমুখি হয়।
এসএন