গানের অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিন ঘণ্টা দেরিতে। ক্ষুব্ধ দর্শক-শ্রোতারা তাঁকে শুনিয়েছিল ‘গো ব্যাক’ স্লোগান। এমনকি সাফ জানিয়ে দেওয়া, ‘এটা অস্ট্রেলিয়া, ভারত নয়’। কিন্তু কেন এত দেরি হল নেহা কাক্করের? সমাজমাধ্যমে তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা। তুলেছিলেন অব্যবস্থার অভিযোগ। কিন্তু এ বার আয়োজক সংস্থার তরফেই আঙুল উঠল তাঁর দিকে। বিদেশে গাইতে গিয়ে এমন কাজ করে এসেছেন নেহা যে তাঁকে গাইতে ডেকেছিলেন বলে আক্ষেপ করছেন আয়োজক সংস্থার সদস্যরা। নেহার জন্য যে ক্ষতি হয়েছে সংস্থার, তার হিসাবও তারা দাখিল করেছে।
নেহা কাক্করের মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে হইহই কাণ্ড। দর্শক ক্ষিপ্ত ছিলেন গায়িকা দেরি করে মঞ্চে ওঠায়। নানা কটু কথা শুনতে হয় তাঁকে। মঞ্চে কেঁদে ফেললে শুনতে হয়, তিনি ‘নাটক’ করছেন। যদিও অনুষ্ঠান শেষে সমাজমাধ্যমে গায়িকা জানান তাঁর দেরি হওয়ার আসল কারণ। গায়িকা আঙুল তোলেন উদ্যোক্তাদের দিকে। গায়িকা দাবি করেন, তিনি বিনা পারিশ্রমিকে গেয়ে এসেছেন। এমনকি টাকা নিয়ে আয়োজকরা তাঁর টাকা নিয়ে চম্পট দিয়েছেন বলেও দাবি করেন।
এ বার নেহার বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন আয়োজকেরা। তাঁদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তাঁরাই বিরাট ভুল করেছেন। নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছেন যা অস্ট্রেলিয়ায় নিয়ম বর্হিভূত। গায়িকার টাকা নিয়ে পালানোর অভিযোগের বিরুদ্ধে আয়োজকরা পাল্টা খতিয়ান দিয়েছেন লাভ-ক্ষতির।
মেলবোর্নে ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বিটস প্রোডাকশনের দাবি, নেহার জন্য ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। তাই টাকা পাওয়ার বদলে উল্টে গায়িকারই উচিত আয়োজকদের টাকা ফেরৎ দেওয়া।
বিটস প্রোডাকশন তরফে নেহার সিডনি এবং মেলবোর্নের অনুষ্ঠানের বিস্তারিত খরচের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে নেহাকে ‘অপেশাদার’ তকমা দেওয়া হয়েছে। তাঁর এই স্বভাবে জন্য তাদের মার্গারেট কোর্ট এরিনা থেকে নিষিদ্ধও করা হয়েছে। শুধু নেহা নয়, সিডনি এবং মেলবোর্নের ক্রাউন টাওয়ারে আয়োজক সংস্থাটিকেই নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিল্পী সেখানে ধূমপান করেছিলেন। অস্ট্রেলিয়ায় কঠোর ভাবে নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান।
গত ২৮ মার্চ একটি ফেসবুক লাইভ করে আয়োজকরা নেহার অভিযোগের পাল্টা কিছু কথা বলেন। প্রাথমিক ভাবে নেহা অভিযোগ করেছিলেন, তাঁদের জন্য খাদ্য-পানীয় বা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়নি। আয়োজকরা পাল্টা দাবি করেন, সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল। ওই সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেহা বিমানবন্দরে পৌঁছে আয়োজকদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। নেহা ও তাঁর সহযোগীদের জন্য একাধিক গাড়ির ব্যবস্থা ছিল। তাই নেহার অভিযোগগুলি নাকি সম্পূর্ণ মিথ্যা।
এই সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, নেহার এই অনুষ্ঠানের পর তারা দেনার দায়ে ডুবে গিয়েছে। নেহাকে আমন্ত্রণ জানানোই তাঁদের ভুল ছিল বলে আক্ষেপও করেছেন আয়োজকরা।
এফপি/এস এন